এশিয়ান গেমসের ভারতীয় দলে বড় পরিবর্তন করল BCCI, দলে আরও এক বাংলার ক্রিকেটার

আর মাত্র কয়েক দিন তারপরই চীনের হাংঝৌ শহরে শুরু হতে চলেছে এশিয়ান গেমস ২০২৩। এবারের এশিয়ান গেমসে ক্রিকেট খেলাও হবে। এশিয়ান গেমসে অংশগ্রহন করেছে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দলই। ইতিমধ্যেই এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই।

যেহেতু এশিয়ান গেমস এবং ওয়ানডে বিশ্বকাপ কার্যত একই সময় হতে চলেছে। তাই এশিয়ান গেমসের জন্য ভারতের সম্পূর্ণ তরুন দল ঘোষণা করেছে বিসিসিআই। এই দলকে নেতৃত্ব দেবেন রতুরাজ গায়কোয়াড। আইপিএলে ভালো পারফরম্যান্স করে বেশ কয়েকজন তরুণ তুর্কি এই দলে জায়গা করে নিয়েছেন।

রুতুরাজ গায়কোয়াডের পাশাপাশি এশিয়ান গেমসে ভারতের ব্যাটিং বিভাগে রয়েছেন যশস্বী জয়সওয়াল, তিলক বার্মা, রিঙ্কু সিংয়ের মতো আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা বেশ কয়েকজন ক্রিকেটার।

বোলিং বিভাগে রয়েছেন আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভির মতো তরুণরা। এরই মধ্যে ভারতের এশিয়ান গেমসের ক্রিকেট দলে বেশ কিছু পরিবর্তন করল বিসিসিআই। কয়েকদিন আগেই ঘরোয়া ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন শিবম মাভি। সেই সময় মনে করা হয়েছিল তার চোট সেরে যাবে কিন্তু সেই চোটের কারণেই এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মাভি।

শিবম মাভির পরিবর্তে প্রথমে উমরান মালিককে দলে নেওয়ার কথা উঠলেও শেষ পর্যন্ত মাভির পরিবর্ত হিসেবে বাংলার আকাশদীপকে দলে নিয়েছে বিসিসিআই।

Akash Deep

এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন এশিয়ান গেমসের ভারতীয় দল:- রুতুরাজ গায়কওয়াড (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম দুবে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), আকাশ দীপ।