অস্ট্রেলিয়ায় ভারতীয় পুরুষ দলে আলো জ্বালাচ্ছেন এই মহিলা ক্রিকেটার, বিশ্বকাপে এই সুন্দরী মহিলার কি ভূমিকা জানুন

আগামীকাল অর্থাৎ ২২ শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ (T-20 World Cup 2022) এর সুপার-১২ কোয়ালিফাই। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে অংশ নিতে ভারতীয় দল অনুশীলন কাটিয়ে নিজেদের প্রস্তুতি করে নিয়েছে। ইতিমধ্যেই ভারতীয় দল ১৫ জনের স্কোয়ার্ড ৩ জন স্ট্যান্ড বাই এবং ১৬ জনের সাপোর্টিং স্টাফ নিয়ে অস্ট্রেলিয়া উপস্থিত রয়েছেন। তবে পুরুষদের দলে থেকে নজর কেড়েছে একজন ভারতীয় মহিলা ক্রিকেটার। তিনি দলের সাপোর্টিং স্টাফের অংশ।

Rajlaxmi arora

হ্যাঁ, আমরা আপনাকে ভারতীয় দলের (Indian Cricket) সাপোর্ট স্টাফে অন্তর্ভুক্ত রাজলক্ষ্মী আরোরার (Rajlaxmi Arora) কথা বলতে যাচ্ছি। এই সুন্দরী মহিলা গত কয়েক বছর ধরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত। তিনি BCCI-তে সিনিয়র মিডিয়ার প্রযোজক হিসেবে কাজ করছেন। এছাড়া টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা এবং ভক্তদের মধ্যে সম্পর্ক জোরদার করার পিছনে কাজ করছে। ভারতীয় দলে ও BCCI-তে রাজলক্ষ্মীর উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া।

 

অনেক ভক্তই হয়তো বুঝতে পারছে না আসলে রাজলক্ষ্মীর কাজ কি? আসুন আমরা আপনাকে বলি, তিনি প্রেস রিলিজ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে সমর্থক ও মিডিয়ার মধ্যে ভারতীয় দলের দিক উন্নত করা। তিনি ২০১৫ সালে BCCI-তে যুক্ত হন। প্রথমে সোশ্যাল মিডিয়ার ম্যানেজার হিসেবে যুক্ত হলেও আজ তিনি সিনিয়র প্রযোজক হিসেবে কাজ করছেন।

 

জানিয়ে দি, এই সুন্দরী মহিলা পুনের সিম্বাওসিস ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন থেকে মিডিয়াতে ডিগ্রি অর্জন করেন। স্কুল জীবন থেকেই তার খেলাধুলার প্রতি আগ্রহ ছিল প্রচুর। তিনি স্কুলের হয়ে বাস্কেটবলের প্রধান ছিলেন। এই সুন্দরী মহিলাকে ২০১৯ সালে বিসিসিআই চার সদস্যের কমিটির প্রধান করেন। তারপর থেকে তিনি বোর্ডের সাথে যুক্ত আছেন। বর্তমানে তিনি নিজের দায়িত্ব রীতিমতো পালন করছেন।

https://www.instagram.com/p/CjkXoUbrUir/?utm_source=ig_web_copy_link

বিসিসিআই রাজলক্ষীকে সে ক্ষমতা দিয়েছে, কোন খেলোয়াড়ের খারাপ আচরণ বা অপব্যবহারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া। তিনি শুধু ভারতীয় দলেই নয়, IPL-এর অনেক মরশুমেই মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ফলে সব দিক দিয়েই সুন্দরী মহিলা ভক্তদের নজর কেড়েছে। বর্তমানে তিনি ভারতীয় দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় রয়েছেন। রোহিত, বিরাটদের সঙ্গে তিনি রীতিমতো কাজ করছেন তা বোঝাই যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তার একটি পোস্ট এখন খুব ভাইরাল হচ্ছে।