ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী, ভারতের রিজার্ভেঞ্জেও একাধিক শক্তিশালী ক্রিকেটার রয়েছে। তার সত্বেও আইসিসির টুর্নামেন্টে বারবার পরাজয় শিকার হতে হচ্ছে ভারতীয় দলকে (Indian Cricket Team)। এর একমাত্র কারণ চোট আঘাত। ভারতের একাধিক তারকা ক্রিকেটার চোট আঘাতের জন্য আইসিসি টুর্নামেন্ট খেলতে পারেনি। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি ভারতীয় দলের তারকা বোলার যাশপ্রীত বুমরাহ, রবীন্দ্র যাতে যার মতো তারকারা।
বছরের প্রথম দিনে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিল বিসিসিআই (BCCI)। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), হেড কোচ রাহুল দ্রাবিড়, বিসিসিআই সভাপতি রজার বিনি, বিসিসিআই সচিব জয় শাহ, নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান চেতন শর্মা এবং এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই গুরুত্বপূর্ণ সদস্যদের উপস্থিতিতে এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে সবথেকে গুরুত্ব পেয়েছে ক্রিকেটারদের চোট আঘাত জনিত সমস্যা।
এই বছরের শেষে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। আর এই বিশ্বকাপের আগে ভারতের প্রত্যেকটি ক্রিকেটারকে তরতাজা এবং চোট আঘাত মুক্ত পেতে চাইছে বিসিসিআই। আর সেই কারণে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আইপিএল চলাকালীন প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া।
বিসিসিআই কর্তার চাইছেন যেহেতু চোট আঘাতের জন্য বারবার সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় দলকে। তাই আইপিএল ২০২৩ চলাকালীন ভারতের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিতে। অর্থাৎ শেষ পর্যন্ত যদি এই সিদ্ধান্তেই আনড় থাকে বিসিসিআই, তাহলে আইপিএল ২০২৩ এ দেখা যাবে না রোহিত, বিরাট হার্দিকদের।