দীর্ঘদিন ধরে নিয়মিত পারফরমেন্স করলেও ভারতীয় দলে পাকাপাকিভাবে সুযোগ পাচ্ছেন না সঞ্জু স্যামসন (Sanju Samson)। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচ খেলিয়েই তাকে বসিয়ে দেওয়া হয়েছে। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসন কে (Sanju Samson), সেই ম্যাচে ভালো পারফরম্যান্স করলেও বাংলাদেশ সফরে তাকে বাদ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে নেওয়ার জন্য আওয়াজ তুলতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেট ভক্ত থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারও। সঞ্জুকে দলে সুযোগ না দেওয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করেছেন দেশের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। এবার সঞ্জু স্যামসন প্রসঙ্গে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কনেরিয়া (Danish Koneria)।
এইদিন নিজের ইউটিউব চ্যানেলে দানিশ কনেরিয়া বলেন, “সঞ্জু স্যামসন এমন একজন ক্রিকেটার যিনি দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভালো পারফরম্যান্স করছেন। ভারতীয় দলের হয়েছে যেকটি ম্যাচে তিনি সুযোগ পান ভালো পারফরম্যান্স করেছেন। তার সত্ত্বেও সঞ্জুকে সঠিক ভাবে সুযোগ দিচ্ছে না বিসিসিআই। এর একমাত্র কারণ বিসিসিআই এর অভ্যন্তরীণ রাজনীতি।”
দানিস কনেরিয়া বলেন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসনের সঙ্গে অনেকটাই আম্বাতি রায়াডুর মতো ব্যবহার করছে। আম্বাতি রায়াডু দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করলেও বিসিসিআইয়ের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ভারতীয় দলে সুযোগ পায়নি। এবার সঞ্জুর ক্ষেত্রেও সেই একই রকম আচরণ করছে বিসিসিআই।
উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের সময় ভারতের ৪ নম্বরের ব্যাটিং পজিশন নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। সেই সময় ৪ নম্বরের জন্য উপযুক্ত ব্যাটসম্যান ছিলেন আম্বাতি রায়াডু। ও দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ঝুরি ঝুরি রান করেছিলেন। কিন্তু তার সত্ত্বেও এম এস কে প্রসাদের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচন কমিটি এবং বিসিসিআই এর নোংরা রাজনীতির জন্য তাকে বিশ্বকাপে সুযোগ না দিয়ে তার কেরিয়ার শেষ করে দেয়।”