ভারত-পাক ম্যাচের আগে সামির থেকে আফ্রিদিকে এগিয়ে রেখে ভারতের মনোবল ভাঙলেন কপিল দেব

আর কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে বিশ্বকাপের (T20 world cup) মহারণ। আজ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটা নাগাদ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচে দুই দলের পারফরমেন্স নির্ভর করছে দলের বেশ কয়েকজন ক্রিকেটার এর উপর।

ভারত এই ম্যাচে কেমন পারফরমেন্স করবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে ভারতীয় ব্যাটিং এর উপর। কারণ এবারের বিশ্বকাপে একদিকে যেমন পাকিস্তানে বোলিং শক্তিশালী তেমনি ভারতের ব্যাটিংয়ে রয়েছে গভীরতা। এই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্য কুমার যাদবের ব্যাটিংয়ের উপর নির্ভর করছে ভারতের পারফরম্যান্স। অপরদিকে এই ম্যাচে ভারতের বোলিং নির্ভর করছে মহম্মদ সামির পারফরম্যান্স এর উপর।

এই ম্যাচে একদিকে যেমন ভারতের বোলিংয়ে ভরসা যোগাবে মহম্মদ সামি (Mahammad sami)। অপরদিকে পাক বোলিং এর প্রধান অস্ত্র শাহীন আফ্রিদি (Sahin afridi)। এরই মধ্যে এবার এই প্রসঙ্গে বড় মন্তব্য করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মহম্মদ সামির থেকে পাকিস্তানের জোরে বোলার শাহীন আফ্রিদিকেই এগিয়ে রাখলেন তিনি।

এই প্রসঙ্গে কপিল দেব বলেন, “অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বল করে তিনটি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। সেই ম্যাচে সামি ভালো বল করলেও মাত্র এক ওভার বল দেখে কারুর বিচার করা ঠিক হবে না। অপরদিকে দু বছরের বেশি সময় ধরে যখনই পাকিস্তান দলের সুযোগ পেয়েছেন তখনই নিজের প্রতিভা দেখিয়েছেন শাহীন আফ্রিদি। দীর্ঘদিন হয়ে গেল ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেনি সামি। তাই এখন সামি এবং আফ্রিদির মধ্যে তুলনা করা ঠিক হবে না। সামির থেকে আফ্রিদি অনেকটাই এগিয়ে রয়েছেন।”

উল্লেখ‍্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিং একাই ধ্বংস করে দিয়েছিলেন শাহীন আফ্রিদি। অপরদিকে এবারের বিশ্বকাপে প্রথমে ভারতীয় দলের সুযোগ পাইনি মহম্মদ সামি। কিন্তু বুমরা চোট পাওয়ায় হয় বিশ্বকাপের সামির দরজা খুলে যায়।