বাংলার মুকেশ কুমারকে রেকর্ড অর্থে দলে নিল দিল্লি ক্যাপিটাল, IPL-এ সুযোগ পেয়ে কথা বন্ধ মুকেশের

এতদিন পর্যন্ত আইপিএলে (IPL) বাংলার বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পেলেও বাংলার ক্রিকেটারদের নিয়ে খুব বেশি মাতামাতি করতে দেখা যায় নি আইপিএল ফ্রাঞ্চাইজি গুলির মধ্যে। তবে এবার আইপিএল নিলামে অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিলেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার (Mukesh Kumar)।

২০২২ সালটা বাংলায় জোরে বোলার মুকেশ কুমারের (Mukesh Kumar) কাছে কার্যত আশীর্বাদ এর মত। এই বছরই তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন, আর এই বছরই প্রথমবারের মতো নিলামে বিরাট পরিমাণে অর্থে বিক্রি হলেন তিনি। আইপিএল নিলামে মুকেশ কুমারকে (Mukesh Kumar) নিয়ে রীতিমতো লড়াই করতে দেখা গেল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে।

এতদিন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও আইপিএল নিলামে কোন দল তাকে নেওয়ার জন্য আগ্রহী দেখায়নি। তবে ২০২২ সালে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করার নিরিখে এবার নিলামে মুকেশ কুমারকে ৫ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে এত বিরাট পরিমান অর্থ পেয়ে কার্যত অবাক হয়ে গিয়েছেন মুকেশ কুমার নিজেও। তিনি ভাবতেও পারছেন না আইপিএলে তাকে ৫ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কোন ফ্রাঞ্চাইজি দলে নিয়েছে।

https://www.facebook.com/136759993012177/posts/pfbid02jZDfhJJs6dS2txqT951xCJ6arL63dfWkrFdCWRgRK1ZrMq1VrCZq747kNSe3sjErl/?app=fbl

বিহারের গোপালগঞ্জে জন্ম হলেও শুরু থেকেই বাংলার হয়ে খেলেন মুকেশ কুমার। ২০১৫ সালে বাংলার হয়ে অভিষেক হয় মুকেশের। বাংলাদেশে ভারতীয় ‘এ’ দলের হয়েও খেলতে গিয়েছিলেন মুকেশ। ২৯ বছরের মুকেশ ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ এখনও পর্যন্ত খেলেছেন ৩৩টি। নিয়েছেন ১২৩টি উইকেট। আর মুকেশের এই পারফরমেন্সের জন্যই তাকে এত বিরাট পরিমাণ অর্থ খরচ করে তলে নিল দিল্লী ক্যাপিটালস।