“ফাইনালে হারার পাশাপাশি বড় ঝাটকা খেয়েছে পাকিস্তানের এই খেলোয়ার”… আগামী কয়েক মাস টিমে পারবেন না খেলতে

জুলাই মাসে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি (Sahin Afridi)। সেই চোটের কারণে দীর্ঘদিন ভুগতে হয়েছিল আফ্রিদিকে (Sahin Afridi)। চোটের কারণে এশিয়া কাপ এবং ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারে নি শাহীন আফ্রিদি (Sahin Afridi)।

চোট সারিয়ে একেবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মঞ্চে নামেন শাহীন আফ্রিদি (Sahin Afridi)। তবে বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচ গুলিতে খুব একটা ফিট ছিলেন না আফ্রিদি। বিশ্বকাপ যত গড়িয়েছে ততই ফিট হয়েছে এবং বিশ্বকাপের শেষ ম্যাচ গুলিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন আফ্রিদি। বিশ্বকাপে ১১টি উইকেট নিয়েছেন শাহিন।

তবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফের আগের পুরনো জায়গাতেই চোট পান শাহিন আফ্রিদি। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে মাটিতে ভুল ভাবে পড়ে চোট পেয়েছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি।

বিশ্বকাপ ফাইনালের একেবারে শেষের দিকের খেলা চলছিল। সেই সময় যে কোন দল ম্যাচ জিততে পারতো। সেই সময় বল করতে আসেন শাহীন আফ্রিদি। নিজের শেষ দু ওভার বল বাকি ছিল কিন্তু নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে এক বল করার পরই তিনি আর বোলিং করতে পারেননি। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে বাধ্য হন শাহীন আফ্রিদি।

সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি ফের আগের জায়গায় বড় চোট পেয়ে শাহীন আফ্রিদি দীর্ঘ দিনের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন?
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতিমধ্যে শাহীনের চোটের জায়গা স্ক্যান করা হয়েছে। আপাতত শাহীনের চোট খুব একটা গভীর নয় বলে মনে করা হচ্ছে। ওকে এখন দু থেকে তিন সপ্তাহ রিহ্যাব করানো হবে। তবে চোটের অবস্থা যদি উন্নতি না হয় তাহলে ডিসেম্বর মাস এমনকি জানুয়ারি মাস পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।