আর হাতেগোনা কয়েকটা দিন। তারপরই শুরু চলেছে ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপ ঘিরে ক্রীড়া প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপে নিজেদের প্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (CR7), লিওনেল মেসি (Messi), নেইমারের (Neymar) খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবলপ্রেমীরা।
এবারের ফুটবল বিশ্বকাপের (Football World Cup) আসর বসেছে কাতারে (Qatar)। আগামী ২০ ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ এবং বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে ১৮ ই ডিসেম্বর। এবারের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে ৩২ টি দেশ। চারটি করে দেশ নিয়ে গ্রুপে ভাগ করে মোট আটটি গ্রুপের খেলা হবে। বিশ্বকাপ খেলার জন্য ইতিমধ্যেই কাতারে পৌঁছে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমাররা।
সাধারণত ফুটবল বিশ্বকাপ হয় মার্চ, এপ্রিল মাসে কিন্তু সেই সময় প্রবল গরম থাকে কাতারে। আর তাই কাতারের গরমের কথা মাথায় রেখে এবারের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে নভেম্বর, ডিসেম্বর মাসে। বিশ্বকাপে প্রত্যেক দিনই চারটি করে ম্যাচের আয়োজন করা হয়েছে। তবে কোন কোন দিন ম্যাচ সংখ্যা কমে তিনটি কিংবা দুটিও হবে। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচের সময় সন্ধ্যা সাড়ে ৬টা। তৃতীয় ম্যাচটি হবে রাত সাড়ে নটা এবং শেষ ম্যাচটি হবে গভীর রাতে অর্থাৎ রাত সাড়ে বারোটা নাগাদ।
কাতারে ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। আর সেখানে গিয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখাতো সকলের পক্ষে সম্ভব নয়। আর সেই কারণে টিভির পর্দা সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে এবারের বিশ্বকাপের ম্যাচ। এক নজরে দেখে নিন ভারত থেকে কিভাবে দেখবেন বিশ্বকাপের লাইভ সম্প্রচারণ।
ভারতীয় টিভি চ্যানেলের স্পোর্টস 18 এবং স্পোর্টস 18 HD এই দুটি চ্যানেলে টিভির পর্দায় দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। এছাড়াও ভারতীয় ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিয়েছে মুকেশ আম্বানির সংস্থা জিও। মুকেশ আম্বানির সংস্থা ‘জিও সিনেমা’ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে বিনামূল্যে দেখা যাবে এবারের বিশ্বকাপের সমস্ত ম্যাচ। এছাড়াও ল্যাপটপে জিও সিনেমা ওয়েবসাইট অন করে সেখান থেকেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপের ম্যাচ। আগে শুধুমাত্র জিও সিম ব্যবহারকারীরাই এই অ্যাপ গুলি চালানোর সুযোগ পেতেন কিন্তু ভারতের ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে এবার থেকে Airtel, VI, BSNL সহ অন্যান্য নেটওয়ার্ক থেকেও জিও সিনেমায় লাইভ ফুটবল বিশ্বকাপ দেখা যাবে।