ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) ২০২২-২৩ এর বার্ষিক সভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২১শে ডিসেম্বর। এই বৈঠকে বেশকিছু খেলোয়াড়ের পরিবর্তন আনতে পারে বোর্ড। মনে করা হচ্ছে, খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে হতে পারে বড় রদবদল। বেশকিছু খেলোয়াড়ের ভাগ্য খুলতে পারে আবার বেশকিছু খেলোয়াড়ের পদের পতন ঘটতে পারে।
মনে করা হচ্ছে BCCI বার্ষিক চুক্তিতে তরুণ খেলোয়াড়দের পদোন্নতির জন্য মনো যোগী হবে। তারই মধ্যে বেশকিছু খেলোয়াড়ের চুক্তিতে অবনতি হতে পারে। এছাড়া অনেক খেলোয়াড় চুক্তির বাইরে থাকবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ তাঁদের খেলার গ্রেটের কোনো পরিবর্তন হবে না।
হ্যাঁ, BCCI আগামী ২১শে ডিসেম্বর এই বছরের সেরা পারফরম্যান্স কারীদের বিশেষ ভাবে পুরস্কৃত করবে। এই অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকের আয়োজন করবে। ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট দলের বেশকিছু খেলোয়াড়ের খেলার গ্রেট (Indian Cricketer’s Great) আপগ্রেড বলে মনে করা হচ্ছে। যেখানে তাঁদের পারিশ্রমিক ( Indian Cricketer Salary) নির্ধারণ হবে।
আমরা আপনাকে বলি, এই বছরের দুর্দান্ত পারফর্ম করা সূর্যকুমার, হার্দিক পান্ড্যর মত বেশ কিছু ক্রিকেটারের পদোন্নতি হতে চলেছে। এছাড়া শুভমন গিল, ঈশান কিষানের মত তরুণ ক্রিকেটার দিকেও BCCI নজর দেবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোনো পরিবর্তন হবে না বলে মনে করা হচ্ছে। এছাড়া আরও বেশ কিছু খেলোয়াড় চুক্তিতে নাও আসতে পারে। আসুন দেখে নেওয়া যাক সম্ভাব্য তালিকা, কেমন হতে পারে আসন্ন বছরের চুক্তি।
মনে করা হচ্ছে ২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকায় এই পরিবর্তন আসতে পারে :-
এই খেলোয়াড়দের পদোন্নতি হতে পারে :
কেএল রাহুল- খেলার গ্রেট A থেকে A+ হতে পারে। সূর্যকুমার যাদব- খেলার গ্রেট C থেকে B হতে পারে।হার্দিক পান্ড্য- খেলার গ্রেট B থেকে A হতে পারে। শুভমান গিল- খেলার গ্রেট C থেকে B হতে পারে।শ্রেয়াস আইয়ার- খেলার গ্রেট B থেকে A হতে পারে।
ইশান কিষাণ- গ্রেট C এ আসতে চলেছে।
এই খেলোয়াড়দের পতন হতে পারে :
রবিচন্দ্রন অশ্বিন- A গ্রেট থেকে B তে আসতে পারে। ঋষভ পান্ত- A গ্রেট থেকে B তে আসতে পারে। চেতেশ্বর পূজারা- B গ্রেট থেকে C আসতে পারে।মহম্মদ শামি- A গ্রেট থেকে B তে আসতে পারে।
এছাড়া তালিকার বাইরে থাকতে পারে হনুমা বিহারী, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগরওয়ালের মত বেশ কিছু খেলোয়াড়।