বড় ধাক্কা ভারতের, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

৩০শে আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ (Asia Cup)। এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নেপাল। ভারত এশিয়া কাপ অভিযানের নামছে শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষিত হয়েছে। তবে এরই মধ্যে ভারতীয় দলের জন্য একটি খারাপ খবর। চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারবেন না ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান।

K L Rahul

মঙ্গলবার এশিয়া কাপে খেলার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল দ্রাবিড় জানিয়েছেন চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারবেন না ভারতের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল।

মঙ্গলবার কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক বৈঠকে এসে প্রথমেই বলেন, “অনেকেই জানতে চাইবেন যে রাহুল খেলতে পারবেন কি না, তাই আগেই বলে দিই। রাহুল আপাতত এশিয়া কাপ খেলতে যাচ্ছে না। প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না ও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবে। সুপার ফোরের ম্যাচের আগে দেখা হবে ও সুস্থ কি না। সেই অনুযায়ী দলে নেওয়া হবে ওকে।”

এশিয়া কাপের দলে রাহুলকে রেখেছিল বিসিসিআই। কিন্তু বিসিসিআই এর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল রাহুল পুরোপুরিভাবে সুস্থ হলে তবেই এশিয়া কাপে মাঠে নামবে। সেই মতো রাহুল জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনও করছিলেন কিন্তু এখনো তিনি পুরোপুরি ভাবে ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি বলেই জানা যাচ্ছে।

বিসিসিআই এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, “রাহুল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এশিয়া কাপে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।”