শনিবার এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। পরপর আউট হয়ে যান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ভর করে সম্মানজনক রান তোলে ভারত। তবে বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হয়নি। পাকিস্তান ব্যাট করতে নামেনি। যার ফলে ম্যাচ ড্র হয়।
A Pakistani baba stops this cute girl from loving Virat Kohli & India but this courageous girl gives a befitting reply to him and continues her support for Virat. Hats off to her.#INDvPAK #PAKvIND pic.twitter.com/9nh1M9FPbW
— Silly Context (@SillyMessiKohli) September 2, 2023
এই ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। মাত্র চার রান করে শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তবে বিরাট কোহলি আউট হলেও এক পাকিস্তানি ভক্তের কাছে বিরাটই বিশ্বের সেরা।
এদিন ভারত পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পর হাইলাইটে চলে আসেন পাকিস্তানের এক তরুণী ক্রিকেট ভক্ত। তিনি পাকিস্তানি হলেও নিজেকে বিরাট কোহলির একজন বড় ভক্ত বলে দাবি করেন। ইতিমধ্যেই তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ফাইনাল হয়েছে।
এদিন বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়ায় ভারত এবং পাকিস্তানের ভক্তরা যখন স্টেডিয়ামের বাইরে চলে আসেন। সেই সময় পাকিস্তানের এক মহিলা ভক্তকে দেখা যায় তিনি নিজের গালের একদিকে পাকিস্তানের অপরদিকে ভারতের পতাকায় একে রয়েছেন। তারই একটি ভিডিও বর্তমানে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
A Pakistani baba stops this cute girl from loving Virat Kohli & India but this courageous girl gives a befitting reply to him and continues her support for Virat. Hats off to her.#INDvPAK #PAKvIND pic.twitter.com/9nh1M9FPbW
— Silly Context (@SillyMessiKohli) September 2, 2023
ভাইরাল সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমার প্রিয় খেলোয়াড় হল বিরাট কোহলি। আমি বিরাট কোহলিকে দেখার জন্য স্টেডিয়ামে এসেছিলাম। আমি তাকে দেখতে চেয়েছিলাম এবং আমি আশা করেছিলান যে বিরাট কোহলি সেঞ্চুরি করবেন। কিন্তু আমার মন ভেঙে গিয়েছে।”
এছাড়াও তিনি বলেন বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে আমি বিরাট কোহলিকেই বেছে নেব।