লোকসভায় বিজেপির প্রধান মুখ, পরের আইপিএলে দেখা যাবে না গম্ভীরকে

কয়েক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তারপর বেশ কয়েকটি মরশুমে আইপিএল খেললেও বর্তমানে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএল থেকে অবসর গ্রহণ করার পর বর্তমানে আইপিএল ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করছেন গৌতম গম্ভীর।

Gautam Gambhir BJP

গত আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ব্যাপক ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। তাদের বিতর্ক এতোটাই উত্তেজনাপূর্ণ জায়গায় চলে গিয়েছিল যে হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন তারা। অন্যান্য ক্রিকেটাররা সেই সময় পরিস্থিতি সামাল দিয়েছিলেন।

তবে এবার আইপিএলের হয়তো বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের লড়াইয়ে আর দেখা যাবে না। এবার আইপিএলে আর নাও দেখা যেতে পারে গৌতম গম্ভীরকে। কারণ লোকসভা ভোট।

লোকসভা ভোট রয়েছে ২০২৪ সালে। পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ভোটের কাজে ব্যস্ত থাকবেন তিনি। দিল্লিতে বিজেপির অন্যতম মুখ গম্ভীর। তাঁর নির্বাচনী এলাকায় ৩৬টি ওয়ার্ডের মধ্যে ২১টিতেই বিজেপি জিতেছিল। তাই এবার ভোটে বাড়তি দায়িত্ব থাকবে গম্ভীরের কাঁধে। সেই কারণেই আইপিএলে হয়তো গম্ভীরকে নাও দেখা যেতে পারে।

Gautam Gambhir LSG

এপ্রিল, মে মাসে অনুষ্ঠিত হয় আইপিএল। সেই সময় পুরোদমে চলবে লোকসভা ভোটের প্রচার। দিল্লিতে ভোটের প্রচারে বিজেপির অন্যতম প্রধান মুখ হতে চলেছেন গৌতম গম্ভীর। সেই কারণে এবার হয়তো লখনউয়ের মেন্টর হিসেবে আইপিএলে থাকা হবে না গম্ভীরের। যদিও গম্ভীর বা লখনউয়ের তরফে সরকারি ভাবে এখনো কিছু বলা হয়নি।