বর্তমানে বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ হল আইপিএল (IPL)। আইপিএল (IPL) এর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। তবে ভারতীয় ক্রিকেট দল যখনই কোন বড় প্রতিযোগিতায় ব্যর্থ হয় তখন সরাসরি আইপিএলের (IPL) দিকেই আঙ্গুল তোলা হয়। বিশেষ করে ভারতীয় দল কোন আইসিসি টুর্নামেন্টে ব্যর্থ হলে আইপিএলের দিকেই আঙুল তোলে অনেকে।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গৌতম গম্ভীর মতে ভারতীয় দল আইসিসির টুর্নামেন্টে ব্যার্থ হলে আইপিএল কে দোষ দেওয়া কখনোই উচিত নয়, দোষ দেওয়া হোক ক্রিকেটারদের। আইপিএল-কে (IPL) কেন অযথা দোষারোপ করা হচ্ছে।
এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সেমিফাইনালে হেরে যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটার আইপিএলকে দোষারোপ করেছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ভারতের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার সকলেই আইপিএলকে দায়ী করেছেন।
সুনীল গাভাস্কার সরাসরি প্রশ্ন তুলেছিলেন আইপিএলের সময় টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা কেন বিশ্রামের কথা ভাবেন না? জাতীয় দলের হয়ে খেলার সময়ে কেন তাদের ওয়ার্কলোডের কথা মাথায় আসে? এর কারণ কি শুধুমাত্র আইপিএল থেকে পাওয়া বিরাট অঙ্কের অর্থ?
এবার এই প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, ” আইপিএল এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় টি ২০ লীগ। আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেটের ব্যাপক উন্নতি ঘটছে। অনেক তরুণ ক্রিকেটার আইপিএলে ভালো পারফরমেন্স করে জাতীয় দলের সুযোগ পাচ্ছেন। তার সত্ত্বেও কেন বারবার ভারতীয় দলের ব্যর্থতার জন্য আইপিএলের দিকেই আঙুল তোলা হয় এটাই বুঝতে পারছি না। আইসিসি টুর্নামেন্টে ভারত ব্যর্থ হলে ভারতীয় ক্রিকেটারদের দোষ দেওয়া উচিত, আইপিএলকে নয়।”