বুমরাকে নিয়ে সময় নষ্ট করছে বোর্ড, ফের বিস্ফোরক কপিল দেব

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে শিরোনামে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। গতকালই তিনি ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার Rohit (Sharma) বিরুদ্ধে মুখ খুলে ছিলেন। এবার তিনি সরাসরি আক্রমণ করলেন ভারতের সিনিয়র ফাস্ট বোলার যাশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। তার মতে বুমরাহকে নিয়ে সময় নষ্ট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Jasprit Bumrah

গত বছরই চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তারকা ফাস্ট বোলার যাশপ্রীত বুমরাহ। প্রায় দশ মাস তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন। বর্তমানে বুমরাহ অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, বেশ কয়েকটি অনুশীলন ম্যাচও খেলেছেন তিনি। এরই মধ্যে আয়ারল্যান্ড সফরের ভারতীয় দলেও রাখা হয়েছে বুমরাকে। তবে বুমরা এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে খেলবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কোন মতামত জানায়নি বিসিসিআই।

আরও পড়ুন:- বাবর আজমের রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল! ODI-তে গড়লেন ইতিহাস

এই বিষয়ে কপিল দেব (Kapil Dev) বলেন, “বুমরার কী হয়েছে সেটাই কেউ ভাল ভাবে জানি না। এতটা আত্মবিশ্বাস নিয়ে খেলা শুরু করেছে। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালেই যদি ওকে না পাওয়া যায় তা হলে কী লাভ? ওকে নিয়ে সময় নষ্ট করা হয়েছে।”

আরও পড়ুন:- জঘন্য পারফরম্যান্স! ভারতীয় দল থেকে ছাঁটাই হতে চলেছেন এই ৩ ক্রিকেটার

এছাড়া ভারতীয় ক্রিকেটারদের চোটের জন্য আইপিএলকে দায়ী করে কপিল দেব বলেছেন, “এমন নয় যে আমরা কোনও দিন চোট পাইনি। কিন্তু এখন ক্রিকেটারেরা ১০ মাস ধরে খেলে। আইপিএল এমনিতে ভাল। কিন্তু ক্ষতিও করছে অনেক। চোট থাকলে ওরা আইপিএলে খেলতে পারে। কিন্তু ভারতের হয়ে খেলতে পারে না। বিরতি নিতে হলে আইপিএল থেকেও নিতে হবে।”

Kapil Dev

গতকাল বিরাট, রোহিতকে আক্রমণ করে কপিল দেব বলেছিলেন, “বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা নিজেরাই সব জানে। ওরা কারুর থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন করে না। কখনো কখনো বেশি টাকা অহংকার নিয়ে আসে।”