কোহলির জন্য ভাঙন পাক ক্রিকেটে! কোহলিকে কেন্দ্র করে দুই মেরুতে আক্রম-ইউনিস

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) সব থেকে আলোচিত ক্রিকেটার হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। একদিকে যেমন ব্যাট হাতে তিনি প্রত্যেক ম্যাচে ঝুড়িঝুড়ি রান করে চলেছেন। তেমনি মাঠের মধ্যে তার আচরন নিয়ে চলছে জোর সমালোচনা। বাংলাদেশ ম্যাচে আম্পায়ার কে ইশারা করে নো বল দেওয়ার জন্য অনুরোধ থেকে শুরু করে ফেক ফিল্ডিং। এই সব কিছু নিয়ে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি (Virat Kohli)।

বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে ম্যাচের বেশ কিছু সময় বিরাট কোহলিকে দেখা গিয়েছে ইশারা করে আম্পায়ারকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপ দিতে। এই বিষয়ে বাংলাদেশ এর অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে মাঠের মধ্যেই ছোট্ট কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কোহলি।

সেই নিয়ে ইতিমধ্যেই কোহলির সমালোচনা করেছেন বাংলাদেশ এবং পাকিস্তানের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। এবার সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস এবং ওয়াসিম আক্রম (Wasim Akram)।

এই দিন ওয়াকার ইউনিস বলেন, “বিরাট কোহলি এই মুহূর্তে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। দীর্ঘদিন অফ ফর্মে থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করছেন কোহলি। কোহলি মাঠে থাকা মানেই আম্পায়ারদের ওপর বাড়তি চাপ থাকে। বাংলাদেশ ম্যাচে কোহলিকে দেখা গেল বেশ কয়েকবার আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করতে। কোহলির চাপে আম্পায়ার সিদ্ধান্ত বদল করে। যা নিয়ে খুশি ছিলেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।”

তবে এই প্রসঙ্গে ওয়াকার ইউনিসের সঙ্গে একমত হতে পারলেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। তিনি বলেন, ” আমার মনে হয় কোহলি কোন ভুল করেননি। ক্রিকেটে এমনটা হওয়ায় স্বাভাবিক। ব্যাটসম্যানের কোন বল ওয়াইড কিংবা নো মনে হলে তিনি ইশারা করে আম্পায়ারের কাছে আবেদন জানাতেই পারেন। এতে কোন ভুল নেই। জানিনা এখন ক্রিকেটে কোন পরিবর্তন হয়েছে কিনা। এটা এখনকার ক্রিকেটাররাই বলতে পারবেন।”