আইপিএল (IPL) টিম সানরাইজার্স হায়দ্রাবাদের কোচের পদ থেকে বিদায় নিতে পারেন ব্রায়ান লারা (Brian Lara)। তিনি ২০২১ সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে যুক্ত ছিলেন। পরে ২০২২ এবং ২০২৩ সালে তিনি দলের প্রধান কোচ ছিলেন। কিন্তু চলতি বছরে দলের তেমন কোনো ভালো পারফরম্যান্স ছিলো না তাই কোচের পদ থেকে সরতে পারেন এই প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। যদিও ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কথা বলেননি। তবে মনে করা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞ ক্রিকেটার ব্রায়ান লারার কোচিং স্টাইলে সন্তুষ্ট নয়।
আরো পড়ুনঃ ভারতীয় দলে যশপ্রীত বুমরার জায়গা নিতে পারেন এই তিন দুর্ধর্ষ বোলার, জানুন তাঁরা কে…
কারণ চলতি বছরে একদমই ভালো ফর্ম আসেনি দলের তরফে। সুতরাং দলের কোচিং স্টাইল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অন্যদিকে অনেকে মনে করছেন হয়তো কোচের পাশাপাশি দলের খেলোয়াড়দেরও সমস্যা রয়েছে। কিন্তু এসব সমস্যার মাঝে এই পদ থেকেই হয়তো সরতে হতে পারে দলের কোচকে। এই সংবাদ ইতিমধ্যেই ক্রিকেট মহলে নয়া জল্পনা তৈরি করেছে।
এর পাশাপাশি আরো একটি প্রশ্ন উঠেছে দলের নতুন কোচ কে হবেন। যদিও সামনের বছরের আইপিএল আসতে হাতে আরো সময় আছে। তার জন্য দল আরো কিছুটা সময় পাবে। তাই এখন থেকেই সময় নিয়ে কোঁচ খুঁজলে দলের প্রস্তুতি নেওয়া অসম্ভব নয়। তবে নতুন কোচ কে হবেন বা সে কতোটা যথাযথ হবেন সেই নিয়ে ক্রিকেট ভক্তরাও সংশয়ে আছেন। যদিও ক্রিকেট বোর্ড পুরনো রেকর্ডের কথা মনে রেখেই নতুন কোচ নির্বাচন করবেন এ কথা নিশ্চিত।
আরো পড়ুনঃ অথিয়ার সাথে বিয়ের আগে এই ৩ অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিলেন কেএল রাহুলের!
লক্ষনীয়, সানরাইজার্স হায়দ্রাবাদ দল ২০২৩ সালের আইপিএল মরসুমে পয়েন্ট টেবিলের নীচে শেষ করেছে। অন্যদিকে, ব্রায়ান লারা(Brian Lara) র পাশাপাশি আমরা যদি লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ারেরও রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার কথা রয়েছে। কিন্তু এই বিষয়ে এখনো কোনো অফিশিয়াল নোটিশ আসেনি। মনে করা হচ্ছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি যদি অ্যান্ডি ফ্লাওয়ারের সাথে অংশীদার হয়, তাহলে তিনি দলের প্রধান কোচ হিসেবে যোগ দিতে পারেন।