“আমাদের খেলার জন্য একটা স্টেডিয়াম গড়ে দিন”, BCCI-র কাছে আবেদন ইরানের কোচের

শেষ কয়েক বছরে যে সমস্ত দেশ ক্রিকেটে ব্যাপক উন্নতি করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আফগানিস্তান। আফগানিস্তান দেশে সেভাবে ক্রিকেটের কোন পরিকাঠামো নেই। ক্রিকেটের দক্ষ কোচ, চিকিৎসক কিছুই ছিল না সে দেশটিতে। তার সত্বেও শেষ কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে আফগানিস্তান ক্রিকেট দল। যার পিছনে সব থেকে বড় অবদান ভারতীয় ক্রিকেট বোর্ডের (Indian Cricket Board)।

BCCI

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাহায্যে আজ বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে আফগানিস্তান ক্রিকেট দল। সেই বিষয়ে লক্ষ্য রেখে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের কাছে সাহায্য চাইলো ইরান ক্রিকেট বোর্ড (Iran Cricket Board)।

আরও পড়ুন:- ভারতের মুসলিমরা পাকিস্তানকে সমর্থন করবে! বিশ্বকাপের আগে ভারতকে চাপে ফেলল পাক তারকা

ইরানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ আসগর আলি ইরানের উঠতি প্রতিভাদের সঠিক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার আবেদন করলেন বিসিসিআই এর কাছে। সেই সঙ্গে ইরানের চাবাহারে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে দেওয়ার আবেদন করলেন তিনি, যাতে সেখানে ক্রিকেটাররা সঠিক প্রশিক্ষণ নিতে পারেন।

আরও পড়ুন:- ফের কবে সেঞ্চুরি করবেন বিরাট? বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের ব্যাটিং কোচ

তিনি জানিয়েছেন ইরানের তরুণ ক্রিকেটাররা ভারতের প্রাক্তন দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকে দেখে অনুপ্রাণিত হয়। তারাও চাই ধোনি এবং বিরাটের মতো বড় ক্রিকেটার হতে কিন্তু সে দেশে ক্রিকেটের যথেষ্ট পরিকাঠামো নেই। যার কারণে বারবার বাধার সম্মুখীন হতে হয় তরুণ প্রতিভাদের।

Iran Cricket Board

একটি সাক্ষাৎকারে আসগর বলেন, ‘ধোনি, কোহলি ও ভারতের আরও তারকা ক্রিকেটারদের দেখে অনুপ্রাণিত হয় ইরানের ক্রিকেটাররা। আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলার মতো যথেষ্ট প্রতিভা রয়েছে ইরানের ক্রিকেটারদের মধ্যে। তবে যথাযথ পরিকাঠামোর অভাবে আমরা ওদের ঠিকমতো প্রশিক্ষণ দিতে পারি না। আমি চাই ভারতীয় বোর্ড ইরানে একটি স্টেডিয়াম গড়ে দিক, যাতে আমাদের ক্রিকেটাররা বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।’