টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং ইংল্যান্ড (England)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার (Jos Butler)। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে ভারত। আজ ভারতীয় দলের একটিও পরিবর্তন হয়নি।
#TeamIndia put up a fight but it was England who won the match.
We had a solid run till the semifinal & enjoyed a solid support from the fans.
Scorecard ▶️ https://t.co/5t1NQ2iUeJ #T20WorldCup | #INDvENG pic.twitter.com/5qPAiu8LcL
— BCCI (@BCCI) November 10, 2022
প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই মাত্র পাঁচ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারত ওপেনার কে এল রাহুল (K L Rahul)। তবে তারপর একটা বড় পার্টনারশিপ করার চেষ্টা করে ভারত অধিনায়ক রোহিত শৰ্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। ২৮ বলে ২৭ রানের ধীর গতির ইনিংস খেলে আউট হয়ে যান রোহিত শর্মা। তবে ক্রিজে ছিলেন বিরাট কোহলি। সূর্য কুমার যাদব কে সঙ্গে নিয়ে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান কোহলি। ১০ বলে ১৪ রান করে আউট হয়ে যান সূর্য কুমার যাদব।
তারপর ক্রিজে নামেন হার্দিক পান্ডিয়া। ক্রিজে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন হার্দিক পান্ডিয়া। এইদিন ৪০ বলে ৫০ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। অপরদিকে ৩৩ বলে ৬৩ রানের মারকাটারি ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। নির্ধারিত কুড়ি ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে ভারত।
জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেন জস বাটলার এবং এলেক্স হেলস। ইনিংস প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারকে তিনটি চার মেরে বড় ইনিংস খেলার ইঙ্গিত দেন জস বাটলার। প্রত্যেক ম্যাচে ভালো বল করা অর্ষদীপ সিং কেউ শুরু থেকেই বড় বড় শট খেলে চাপে রাখে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।
#TeamIndia put up a fight but it was England who won the match.
We had a solid run till the semifinal & enjoyed a solid support from the fans.
Scorecard ▶️ https://t.co/5t1NQ2iUeJ #T20WorldCup | #INDvENG pic.twitter.com/5qPAiu8LcL
— BCCI (@BCCI) November 10, 2022
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে ভারতের কোন বোলারই দাঁড়াতে পারেনি। এখনো পর্যন্ত বিশ্বকাপের সব থেকে কম ইকোনমি মহম্মদ সামিকে তিন ওভারে ৩৯ রান পিটিয়ে দেয় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন অধিনায়ক জস বাটলার। অপরদিকে ৪৭ বলে ৮৬ রানে ইনিংস খেলেন এলেক্স হেলস। ১০ উইকেটে সেমিফাইনাল জিতে সরাসরি ফাইনালে চলে গেল ইংল্যান্ড। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।