‘বিদ্যুতের বিল দিতে পারে না ওরা আবার এশিয়া কাপ আয়োজন করবে’, পাকিস্তানে ফ্লাডলাইট নিভে বন্ধ ম্যাচ

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পাকিস্তানে (Pakistan) অনুষ্ঠিত হতে চলেছে কোন ক্রিকেট টুর্নামেন্ট। এবার এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে (Pakistan)। পাকিস্তানের মুলতানে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং নেপাল। দীর্ঘ দিন পর পাকিস্তানে ক্রিকেট টুর্নামেন্টের কোন ম্যাচ অনুষ্ঠিত হলেও সেই ম্যাচে মাঠে খুব একটা দর্শক আসেনি। মাঠে দর্শক আনতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। যা নিয়ে তাদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল।

Pakistan vs Bangladesh

বুধবার লাহোরে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ। তবে এই ম্যাচে পুরো মাঠ দর্শকে ভর্তি ছিল। কিন্তু তার সত্ত্বেও আরো একবার সমালোচনার সম্মুখীন হতে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। যার কারণ ম্যাট চলাকালীন ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়া।

এদিন এশিয়া কাপের সুপার ফোর এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর পাকিস্তানের ইনিংস শুরু হয়েছিল। পাক ইনিংস শুরু হওয়ার কয়েক ওভার পরই হঠাৎ করে একটি ফ্ল্যাটলাইট বন্ধ হয়ে যায়। যার কারণে বাধ্য হয়ে ম্যাচ বন্ধ করে দেয় আম্পায়ররা।

তারপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কটাক্ষের সম্মুখীন হতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। কেউ কেউ মজা করে লেখেন যে, হয়ত বিদ্যুতের বিল ভরতে ভুলে গিয়েছে পিসিবি। কাউকে আবার লিখতে দেখা যায় যে, পিসিবির বিদ্যুতের বিল ভরারও পয়সা নেই বোধহয়।

অনেকেই মন্তব্য করেন যে, চারটি ম্যাচই নির্বিঘ্নে আয়োজন করতে পারে না, এরা আবার গোটা এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল।