এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় দল (India) Team। আর ভারতের এই হার মেনে নিতে পারছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্টও। আর তাই এবার ভারতীয় দলের দায়িত্বে আনা হতে চলেছে ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নতির জন্য ধোনি কে বড় দায়িত্ব দিতে পারে বিসিসিআই (BCCI)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের খেলার ধরন দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করছে এক সঙ্গে তিনটি ফরমেটের কোচিং এর দায়িত্ব সামলাতে হয়তো সমস্যা হচ্ছে বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড় এর (Rahul Dravid)। আর সে কারণেই তার ওপর থেকে চাপ কমাতে এবার ভারতীয় টি-টোয়েন্টি দলের দায়িত্বে আনা হতে পারে ধোনিকে (MS Dhoni)।
বিশেষ সূত্রে জানা গিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নতির জন্য ধোনিকে ভারতীয় টি-টোয়েন্টি দলের ডিরেক্টর করার চিন্তাভাবনা করছে বিসিসিআই। তবে এটা কয়েকটা সিরিজ কিংবা আগামী বিশ্বকাপ পর্যন্ত নয় পাকাপাকিভাবে ধোনি কে ভারতীয় টি-টোয়েন্টি দলের ডিরেক্টর করার কথা ভাবছে বিসিসিআই আধিকারিকরা।
রাহুল দ্রাবিড় একজন কিংবদন্তি ক্রিকেটার হলেও টি টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতা খুব বেশি নয়। অপরদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে ভরপুর অভিজ্ঞতা রয়েছে মহেন্দ্র সিং ধোনির। ভারত অধিনায়ক হিসেবে দীর্ঘদিন টি-টোয়েন্টি ফরমেটে অধিনায়কত্ব করেছেন ধোনি। ধোনির নেতৃত্বে ভারত 2007 সালে টিটোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল। এছাড়াও আইপিএলের চেন্নাই সুপার কিংসকে দীর্ঘ 15 বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। ধোনির নেতৃত্বে চেন্নাই চার বার আইপিএল জিতেছে। এর থেকেই বোঝা যাচ্ছে টি-টোয়েন্টি ফরমেটে ধোনির অভিজ্ঞতা কতটা।
যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ধোনির তরফে কোন মন্তব্য শোনা যায়নি। জানা গিয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরই এই বিষয়ে যাবতীয় ঘোষণা করবে বিসিসিআই।