ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা, বললেন…

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রথম সারির একাধিক ক্রিকেটার যেমন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), কে এল রাহুল, মহম্মদ সামিদের বিশ্রাম দিয়েছিল ভারত। স্বাভাবিকভাবেই তারা নিউজিল্যান্ড সফরে যায়নি। নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলকে দায়িত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া এবং শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। হার্দিক পান্ডিয়ার টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দিয়েছিলেন এবং ওয়ানডে সিরিজে দায়িত্বে ছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে তৎকালীন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan) জানিয়ে ছিলেন, বিশ্বকাপ এখনও বেশ দেরি রয়েছে। তবে আগামী বাংলাদেশ সিরিজ থেকে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)।

এবার বাংলাদেশ সফরে এসে শিখর ধাওয়ানের সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) গলায়। রোহিত শর্মা জানিয়ে দিলেন, বিশ্বকাপ নিয়ে ভারতের পরিকল্পনা অবশ্যই রয়েছে। তবে এত তাড়াতাড়ি ভবিষ্যতের কথা ভাবতে চাইছে না টিম ইন্ডিয়া। অর্থাৎ বিশ্বকাপ নিয়ে এখন থেকে কোন পরিকল্পনা নেই ভারতের।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে নামার আগে রোহিত শর্মা বলেন, ” আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচই কোন না কোন প্রস্তুতি। বিশ্বকাপ এখনো ১০ মাস বাকি রয়েছে। তাই এখন থেকে দূরের ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবছি না। আমাদের লক্ষ্য দল হিসাবে নিজেদের কাজ করে যাওয়া।”

এছাড়া রোহিত শর্মা বলেন, ” এই মুহূর্তে একসঙ্গে একাধিক জিনিস নিয়ে আমরা ভাবতে চাইছি না। আমি এবং রাহুল দ্রাবিড় ভালোভাবেই জানি কোন ক্রিকেটার কে কখন কিভাবে ব্যবহার করব। এই মুহূর্তে বেশ কয়েকজন ক্রিকেটার লাগাতার খেলে চলেছে। তাদেরকে নির্দিষ্ট সময়ে বিশ্রাম দিয়ে তরতাজা রাখতে চাই। বিশ্বকাপ যত এগিয়ে আসবে, তত দল গুছিয়ে নেওয়া হবে।”