হাতে আর দু’মাসও সময় নেই, তারই মধ্যে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। বিশ্বকাপের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ ১৪ই অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, মুখোমুখি হবে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে।
Here's the Rohit Sharma-led team for the upcoming #AsiaCup2023 🙌#TeamIndia pic.twitter.com/TdSyyChB0b
— BCCI (@BCCI) August 21, 2023
তবে বিশ্বকাপের আগে এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)। ইতিমধ্যেই এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। বিসিসিআইয়ের ঘোষিত এশিয়া কাপের দল নিয়ে বেশ কিছু ক্ষেত্রে সমালোচনাও শুরু হয়েছে।
এদিন কলকাতায় একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেই অনুষ্ঠানে তাকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছিল। যার উত্তর খুব সুন্দর ভাবে তিনি দিয়েছেন।
এশিয়া কাপে এবং বিশ্বকাপে ভারতের ৪ নম্বর পজিশনে কে ব্যাটিং করবেন? এই প্রশ্নের জবাবে সৌরভ গাঙ্গুলী বলেন, “ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। ওই পজিশনে ব্যাটিং করার মত একাধিক ক্রিকেটার রয়েছে দলে। কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার রয়েছে।”
এশিয়া কাপে চাহালের পরিবর্তে অক্ষর প্যাটেলের সুযোগ পাওয়া নিয়ে দাদা বলেন, “দুজনেই ভালো বোলার। তবে অক্ষরের ব্যাটিং টা খুবই ভালো। সেই কারণেই হয়তো নির্বাচকরা চাহালের পরিবর্তে অক্ষর প্যাটেলকে বেছে নিয়েছেন।”
🗣️ "It's about the entire batting unit coming together and getting the job done."#TeamIndia captain @ImRo45#AsiaCup2023 pic.twitter.com/qZRv4za7k4
— BCCI (@BCCI) August 21, 2023
এশিয়া কাপের দলে জায়গা হয়নি ভারতের অন্যতম সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের। এই প্রসঙ্গে দাদা বলেন, “১৭ জনের বেশি তো দলে নেওয়া যাবে না। তাই কেউ কেউ বাদ পড়েছেন।”