এই মুহূর্তের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মধ্যে চলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে হারিয়ে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১, এমন পরিস্থিতিতে আজ সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ওয়ানডে ম্যাচে খেলতে নামছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচ যে দল জিতবে তারাই ওয়ানডে সিরিজ জিতে যাবে।
When in Trinidad 🇹🇹… 🤝#TeamIndia | #WIvIND | @DJBravo47 pic.twitter.com/dBublUKGGz
— BCCI (@BCCI) August 1, 2023
এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। যোগ্যতা অর্জন পর্বে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারতে হয়েছে ভারতকে (India)। যার জন্য সবথেকে বেশি দায়ী ভারতের ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে খেলতে নেমেছিল ভারত। যার ফল করতে হয়েছে ভারতকে।
আরও পড়ুন:- ‘যদি এটা না ঘটত….পারতাম না’, স্টুয়ার্ট ব্রড অবসরের পর প্রকাশ করলেন এক ওভারে 6 ছক্কা’র ব্যাথা
এমন পরিস্থিতি আজ সিরিজ নির্ণায়ক ম্যাচে সম্পূর্ণ শক্তিশালী দল নিয়েই ভারতের মাঠে নামের কথা। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে এই ম্যাচেও খেলতে দেখা যাবে না বিরাট কোহলিকে।
আরও পড়ুন:- জঘন্য পারফরম্যান্স! ভারতীয় দল থেকে ছাঁটাই হতে চলেছেন এই ৩ ক্রিকেটার
শোনা যাচ্ছে, বিরাট কোহলি নাকি দলের সঙ্গে ত্রিনিদাদেই যাননি। তবে বিরাট না খেললেও এই ম্যাচে দলে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা। সেক্ষেত্রে মাঠের বাইরে বসতে হতে পারে সূর্য কুমার যাদব কিংবা সঞ্জু স্যামসাং এর মধ্যে একজনকে।
We are definitely going to play our best cricket in the third & final ODI: Ravindra Jadeja #TeamIndia | #WIvIND | @imjadeja pic.twitter.com/4oRPC255n3
— BCCI (@BCCI) July 31, 2023
এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য একাদশ:-
রোহিত শর্মা, শুভমান গিল, ঈশান কিসান, সঞ্জু স্যামসন/ সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুকেশ কুমার, উমরান মালিক।