ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) উড়ে যাবে আয়ারল্যান্ডে (Ireland)। আয়ারল্যান্ডে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত (India) এবং আয়ারল্যান্ড (Ireland)। সোমবার আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। দীর্ঘদিন পর টিম ইন্ডিয়ায় ফিরলেন দলের তারকা ফাস্ট বোলার যাশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই সিরিজে ভারতকে নেতৃত্বও দেবেন তিনি।
চোট পেয়ে দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোর জাতীয় ক্রিকেট একাডেমিতে চিকিৎসাধীন ছিলেন যাশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে কয়েক মাস আগেই তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন এবং নিয়মিত অনুশীলন করছিলেন। বেশ কয়েকটি অনুশীলন ম্যাচও খেলেছেন বুমরাহ (Jasprit Bumrah)। তবে তিনি ভারতীয় দলে কবে ফিরবেন সেই ব্যাপারে কিছু জানা যায়নি। বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন আয়ারল্যান্ড সফরে ফের ভারতীয় দলের বুমরার ফেরার সম্ভাবনা রয়েছে। এবার তেমনটাই হল, আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে কাম ব্যাক করলেন বুমরাহ।
আরও পড়ুন:- জঘন্য পারফরম্যান্স! ভারতীয় দল থেকে ছাঁটাই হতে চলেছেন এই ৩ ক্রিকেটার
আয়ারল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই দলের অধিনায়ক করা হয়েছে বুমরাহকে এবং সহ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াডের হাতে। ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ গুলি হবে ১৮, ২০ এবং ২৩ শে অগস্ট।
মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫ সদস্যের দল গড়েছে জাতীয় দলের নির্বাচকরা। দলে সুযোগ পেয়েছে একাধিক তরুণ মুখ। আইপিএলে ভালো পারফরম্যান্স করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর রিঙ্কু সিং। এছাড়াও বাংলা থেকে সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ, মুকেশ কুমার। এছাড়াও রয়েছেন শিবম দুবে, জিতেশ শৰ্মা।
NEWS 🚨- @Jaspritbumrah93 to lead #TeamIndia for Ireland T20Is.
Team – Jasprit Bumrah (Capt), Ruturaj Gaikwad (vc), Yashasvi Jaiswal, Tilak Varma, Rinku Singh, Sanju Samson (wk), Jitesh Sharma (wk), Shivam Dube, W Sundar, Shahbaz Ahmed, Ravi Bishnoi, Prasidh Krishna, Arshdeep…
— BCCI (@BCCI) July 31, 2023
এক নজরে দেখে নেওয়া যাক আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল: যশপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, আরশদীপ সিংহ, মুকেশ কুমার এবং আবেশ খান।