রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড (England) এবং পাকিস্তান (Pakistan)। এই ম্যাচে টসে জিতে পাকিস্তান কে প্ৰথমে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১৩৭ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তান কে এত কম রানের মধ্যে বেঁধে রাখার পেছনে সব থেকে বড় কৃতিত্ব পালন করেছেন ইংল্যান্ডের দুই বোলার আদিল রশিদ এবং স্যাম কারন। ফাইনালে চার ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন স্যাম কারন (Sam Curran)।
Congratulations to England for playing a strong entertaining brand of cricket. Well played Pakistan for never giving up! Cricket was the winner #T20WorldCupFinal
— Sanath Jayasuriya (@Sanath07) November 13, 2022
জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে জস বাটলার এবং শেষের দিকে বেন স্টোকসের ব্যাটে ভর করে হাতে ৫ উইকেট রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ডের। ফাইনালে চাপের মুহূর্তে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস (Ben Stokes)।
দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই শুভেচ্ছার জোয়ারে ভেসে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ জেতার জন্য ইংল্যান্ড ক্রিকেট দলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন একাধিক কিংবদন্তি ক্রিকেটার।
ইংল্যান্ডকে শুভেচ্ছা জানিয়ে শ্রীলংকার প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সনদ জয়সূর্য লিখেছেন, ” একটি শক্তিশালী এবং যোগ্য দল হিসেবে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপ জেতার জন্য অনেক অভিনন্দন।”
ইংল্যান্ডকে শুভেচ্ছা জানিয়ে যুবরাজ সিং অবশ্য সবার থেকে আলাদা টুইট করেছেন। যুবরাজ সিং এর স্ত্রী হ্যাজেল কিস ইংল্যান্ডের বাসিন্দা হওয়ায়। বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে যুবরাজ সিং লিখেছেন, ” বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা শ্বশুরবাড়িকে। চাপের মুখে অসাধারণ ইনিংস খেলেছেন বেন স্টোকস।”
Congratulations in laws !! @benstokes38 great knock in a big pressure game !! #PakistanVsEngland #T20WorldCupFinal
— Yuvraj Singh (@YUVSTRONG12) November 13, 2022
এছাড়া ইংল্যান্ড দলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি সহ আরও অনেকে।