পরপর ক্যাচ মিস, মাঠের মধ্যেই রাহুল-সুন্দরের উপর রেখে আগুন অধীনায়ক রোহিত শর্মা

রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং বাংলাদেশ (Bangladesh)। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে পঞ্চাশ ওভার সম্পূর্ণ ব্যাটিং করতে পারেনি ভারত (India)। ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে একমাত্র বড় রান করেন কে এল রাহুল। ৭৩ রান করেন রাহুল।

জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। সেই সময় মনে হচ্ছিল এই ম্যাচ ভারত অনায়াসে জিতে নেবে ভারত। তবে ম্যাচে একাধিক বিল্ডিং মিস ভারতকে ম্যাচ জয় থেকে আটকে দিল।

মুস্তাফিজুর রহমানের সঙ্গে শেষ উইকেটে ৫১ রানের দুর্দান্ত পার্টনারশিপ করেন মেহেদী হাসান। আর এই পার্টনারশিপই বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দেয়। এই ম্যাচে মেহেদীর একাধিক ক্যাচ মিস করে ভারতীয় ফিল্ডাররা, যার ফলে মাঠের মধ্যে রাগারাগি করতে দেখা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

বাংলাদেশের ইনিংসের ৪৩ তম ওভারে বোলিং করতে আসেন শার্দূল ঠাকুর। সেই ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দেন বাংলাদেশের মেহেন্দি হাসান। বলের কাছে পৌঁছে গিয়েছিলেন ভারতের উইকেট রক্ষক কে এল রাহুল কিন্তু তিনি ক্যাচ মিস করেন। সেই সময় খুবই রেগে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা, তবে মাঠের মধ্যে তিনি নিজের রাগ প্রকাশ করেন নি।

তার পরের বলে ফের থার্ড ম্যানে ক্যাচ তুলে দেন মেহেন্দি হাসান। বল চলে যায় থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা ওয়াসিংটন সুন্দরের কাছে। কিন্তু সুন্দর বলটি দেখতেই পান নি এবং তিনি সহজ ক্যাচ মিস করেন। এতে রেগে যায় অধিনায়ক রোহিত শর্মা এবং মাঠের মধ্যেই তিনি সুন্দরকে ইশারা করে বকাঝকা করেন। এই দুটি ক্যাচ মিসই হারিয়ে দিল ভারতকে। প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে গেল ভারত। এখন ভারতকে ওয়ানডে সিরিজ জিততে হলে শেষ দুটি ম্যাচই জিততে হবে।