ক্রিকেট ভারতের সবথেকে জনপ্রিয় খেলা। ভারতবাসীর আবেগ জুড়ে থাকে এই খেলার সাথে।১৯৮৩ সালে ভারত যখন কপিল দেব নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জেতে তখন থেকে আরও বেশি ভারতবাসীর মনে এই খেলাটি জায়গা করে নেয়। বর্তমানে ক্রিকেটকে ভারতবর্ষে ধর্মের মত পুজো করা হয়। মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) দ্বারা ক্রিকেটের নিয়ম তৈরি করা হয়। দেখে নিন ক্রিকেটার প্রথম আইন কি বলে।
খেলোয়াড়ের সংখ্যা- ক্রিকেট ম্যাচ দুটি দলের মধ্যে খেলা হয় এবং প্রতিটি দলে ১১-১১ জন খেলোয়াড় থাকে, যার মধ্যে উভয় দলের একজন অধিনায়কও থাকে। ক্রিকেটের আইন অনুযায়ী, মাঠে একবারে ১১ জনের বেশি খেলোয়াড় মাঠে নামতে পারবেন না। তবে খেলোয়াড়ের ইনজুরি বা অন্য কোনো পরিস্থিতিতে অন্য কোনো খেলোয়াড় মাঠে যেতে পারেন।
খেলোয়াড়ের মনোনয়ন বা পরিবর্তন প্রতিটি ম্যাচে টসের আগে আম্পিয়ারকে দিতে হবে।বিরোধীদলের অনুমতি ছাড়া মনোনয়নের পর কোন খেলোয়াড়কে চেঞ্জ করা যায় না। যদি অধিনায়ককে মাঠে না পাওয়া যায় সে জায়গায় একজন সহ অধিনায়ক থাকতেই হবে। অধিনায়কের অনু উপস্থিতিতে একজন খেলোয়াড় তার সমস্ত দায়িত্ব পালন করতে পারে। শুধু তাই নয় খেলাটি যাতে সঠিকভাবে পরিচালনা হতে পারে সেই দায়িত্ব থাকে অধিনায়কের হাতে।