‘কোটি কোটি টাকার ক্রিকেটাররা এখন বাবরদের পিছনে’, IPL-কে কটাক্ষ রামিজ রাজার

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে দশ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল (Indian Team)। ভারত বিশ্বকাপে হেরে যাওয়ায় সবথেকে বেশি খুশি হয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan)। বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর ভারতকে কটাক্ষ করে একের পর এক মন্তব্য ভেসে আসছে পাকিস্তান থেকে। এবার ভারতকে আক্রমন করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja)।

এবার ভারত হেরে যাওয়ায় আইপিএল এর (IPL) প্রসঙ্গ তুলে ভারতকে কটাক্ষ করলেন রামিজ রাজা (Ramiz Raja)। রামিজ রাজার দাবি কোটি কোটি টাকার ক্রিকেটাররা এখন আমাদের পেছনেই পড়ে রইল। অর্থাৎ পরোক্ষভাবে তিনি যে আইপিএল কেই কটাক্ষ করেছেন সেটা বুঝতে আর বাকি রইল না।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং ইংল্যান্ড। এই ফাইনাল ম্যাচের জন্য শুক্রবারই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। সেখানে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা বলেন, ‘‘কোটি কোটি টাকার লিগের ক্রিকেটারদের থেকে পাকিস্তানের ক্রিকেটাররা অনেক ভাল।’’

পাকিস্তানের ফাইনালে ওঠা প্রসঙ্গে রামিজ রাজা বলেন, ” এবারের বিশ্বকাপের সঙ্গে ১৯৯২ বিশ্বকাপের অনেক মিল রয়েছে। সেবার আমরা প্রায় হারের মুখ থেকে ফাইনালে উঠে ছিলাম এবং ফাইনাল জিতে ছিলাম। আর এবারও পাকিস্তান ক্রিকেট দলের পরিস্থিতি অনেকটা একই।”

এছাড়াও রামিজ রাজা বলেন, “১৯৯২ সালে আমাদের দল ফাইনালে ওঠে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু এবারে বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল অনেক বেশি সাহসী এবং ওদের অনেক বেশি স্বাভাবিক দেখাচ্ছে। বিপক্ষ দল যদি ১৫ জন ক্রিকেটার নিয়েও খেলে তাও আমরা বিশ্বকাপ জিতব।”