অভিষেক টেস্টে শতরান! আজাহার, সৌরভদের রেকর্ড ভেঙ্গে গুঁড়িয়ে দিলেন যশস্বী

ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করার জন্য এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের ডাক পেয়েছিলেন তরুণ বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সুযোগ পেয়েই তিনি বাজিমাত করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে যশস্বী বুঝিয়ে দিলেন তাকে দলে নেওয়ার সিদ্ধান্তে কোন ভুল ছিলনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

এই ম্যাচের রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। যশস্বীর এই সেঞ্চুরিতে ভর করে প্রথম দিনই ১৬২ রানের লিড নিয়েছে ভারত (India)। অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে একাধিক বিশ্ব রেকর্ড করলেন যশস্বী জয়সওয়াল। ভাঙলেন একাধিক কিংবদন্তির রেকর্ড।

আরও পড়ুন:- বাদ হার্দিক পান্ডিয়া, এশিয়া কাপে রোহিতের ডেপুটি হতে চলেছেন এই ক্রিকেটার!!

১৯৩৩ সালে ভারতের হয়ে প্রথম অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন লালা অমরনাথ। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এরপর একাধিক ক্রিকেটার এই রেকর্ডটি ছুঁয়েছেন। লালা অমরনাথের পর গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ানরা সকলেই অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন। ২০১৮ সালে পৃথ্বী শ অভিষেক টেস্টে শতরান করেছিলেন। ২০২১ সালে অভিষেক হয় শ্রেয়স আইয়ারের। তিনিই শেষ ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করেছিলেন। এবার অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে সেই তালিকায় নিজের নাম তুললেন যশস্বী জয়সওয়াল।

আরও পড়ুন:- অনিল কুম্বলে, শেন ওয়ার্নকে পিছনে ফেলে দ্রুততম বোলার হিসেবে বিশ্বরেকর্ড করলেন অশ্বিন

শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে চলে এসেছিলেন যশস্বী জয়সওয়াল। কঠোর পরিশ্রম শুরু করেন যশস্বী কিন্তু কোন অবস্থাতেই ক্রিকেট খেলা ছাড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি মরশুমে ভালো পারফরম্যান্স করেন তিনি। এবারের আইপিএলে ১৪ টি ম্যাচে ৬২৫ রান করেন যশস্বী। সেঞ্চুরি করেন তিনি। তারপরই ভারতীয় দলে সুযোগ পাওয়ার রাস্তা খুলে যায় যশস্বীর কাছে।

 

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই ভারতীয় দলের দরজা খুলে যায় যশস্বীর জন্য। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যশস্বীই প্রথম ভারতীয় ব্যাটার যিনি অভিষেক টেস্টে শতরান করলেন। এই মুহূর্তে ১৪৩ রানে ব্যাট করছেন যশস্বী। দ্বিতীয় দিনের শেষে ১৬২ রানে এগিয়ে ভারত।