দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করল ভারত (India)। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল ভারত। তবে টেস্ট সিরিজ জিতলেও বেশ কিছু চিন্তা থেকেই গেল রাহুল দ্রাবিড়দের জন্য। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের আগে যা মেরামত করতে চাইবে ভারত (India)।
দল নির্বাচন:- দ্বিতীয় টেস্টে ভারত (India) জিতলেও ভারতের দল নির্বাচন নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও মিরপুরের স্পিন সহায়ক পিচে বাদ দেওয়া হয় স্পিনার কুলদীপ যাদবকে। আর এই পিচেই দুর্দান্ত বোলিং করে ভারতকে চাপে ফেলে দেয় শাকিব আল হাসান, মেহেদি হাসান এবং তাইজুল ইসলামের মতো স্পিনাররা।
ক্যাচ ফেলা:- দ্বিতীয় টেস্টে স্লিপ সহ বিভিন্ন জায়গায় একাধিক ক্যাচ মিস হয়েছে ভারতের। বিরাট কোহলি স্লিপে তিনটি ক্যাচ মিস করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নামার আগে ফিল্ডিংয়ের দিকে আরো বেশি করে নজর দিতে হবে ভারতকে।
অশ্বিনের ব্যর্থতা:- ভারতের অন্যতম সিনিয়র অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের চূড়ান্ত ব্যর্থতা। মীরপুরে ছ’টি উইকেট নিলেও দিয়েছেন ১৩৭ রান। যা তাঁর মতো অভিজ্ঞ বোলারের থেকে আশা করা যায় না।
বিভ্রান্ত অধিনায়ক:- চোটের কারণে এই সিরিজে খেলতে পারেনি ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। যার কারণে দায়িত্ব পড়েছিল রাহুলের কাঁধে কিন্তু অধিনায়ক হিসেবে মিরপুরের পিচ বুঝতেই পারেননি রাহুল। টস করতে এসে রাহুল জানিয়েছিলেন, “মিরপুরের পিচ আমার কাছে ধাঁধার মতো লাগছে। দলের সিনিয়র ক্রিকেটার এবং কোচিং স্টাপদের কাছে পরামর্শ নিয়েছি।” অর্থাৎ অধিনায়ক নিজেই যদি পিচ বুঝতে না পারে তাহলে সেটা দল নির্বাচনের ক্ষেত্রে বিপদে ফেলতে পারে ভারতকে।
ব্যাটিং ব্যর্থতা:- মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে যখন ভারতের বড় পার্টনারশিপের প্রয়োজন ছিল তখন একের পর এক উইকেট ছুড়ে দিয়ে এলেন রাহুল, বিরাট, পুজারারা। দলের সিনিয়র ক্রিকেটারদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে।