ধোনির মন্ত্রেই ভারত বধের ছক বাবরের! বিশ্বকাপে রোহিতদের হারানোর পরিকল্পনা ফাঁস পাক প্রধানের

আজই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ (T-20 World Cup 2022)। যার মধ্যে আগামী ২৩ শে অক্টোবর ভারত ও পাকিস্তানের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মেলবর্নে। এই ম্যাচকে ঘিরে সমর্থক ও খেলোয়ারদের মধ্যে উত্তেজনার শেষ নাই। ২২ গজে লড়াইয়ের সময় দুই দলের খেলোয়াড়দেরও মাঝে মাঝে উত্তেজিত হতে দেখা যায়। তবে পাক অধিনায়ক বাবর আজম জানালেন এই ম্যাচে মাঠের মধ্যে তার পরিকল্পনা আলাদা।

India vs Pakistan

এমএস ধোনি (Ms Dhoni) যিনি ঠান্ডা মাথার অধিনায়কের জন্য ক্রিকেট জগতে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত। মাঠের মধ্যে কিভাবে মাথা ঠান্ডা রেখে দলকে নেতৃত্ব দিতে হয় তার এক আলাদা অভিজ্ঞতা। এইবার সেই পথই অনুসরণ করতে চাইছেন পাক অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে মাঠের মধ্যে মাথা ঠান্ডা রাখতে চাইছেন তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাবর ধোনির কাছ থেকে কিছু পরামর্শ নিয়েছিলেন। এইবার সেগুলি অনুসরণ করবেন বলে জানালেন তিনি।

India vs Pakistan

তিনি ধোনির নাম নিয়ে না বললেও তার চলার পথই অনুসরণ করবেন বলে জানালেন তিনি। এ প্রসঙ্গে পাক অধিনায়ক বলেন, “আমাদের প্রস্তুতি এবং ত্রিদেশীয় সিরিজের সাফল্য সবই মূলত ওই একটা ম্যাচের দিকেই তাকিয়ে। ভারত-পাকিস্তান (India VS Pakistan) ম্যাচ মানেই উত্তেজনায় ভরা, তা মাঠ হোক বা গ্যালারি। ম্যাচের ফলাফল ভালো করার উপায় একমাত্র মাথা ঠাণ্ডা রাখা। তাতে পারফরম্যান্স ভালো হবে। এই বিশেষ দিনে আমরা নিজেদের ১০০% দেওয়ার চেষ্টা করব।”

 

এরপর এই ম্যাচকে নিয়ে বাবর আজম আরও বলেন, চোট মুক্ত শাহিন শাহ আফ্রিদি, তাকে চেনা ছন্দে পাওয়া যাবে। দলের সবাই নিউজিল্যান্ডের পরিবেশে মানিয়ে নিয়েছে। সবাই ভালো পারফর্মও করছে। বোলাররা বল হাতে সাফল্য পাচ্ছে এবং ব্যাটসম্যানরা ব্যাট হাতে। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় অবশ্যই আমাদের কাছে একটা বড় সুযোগ। এই টুর্নামেন্টে আমাদের অনেক আত্মবিশ্বাসী লাগছে।”

Babar azam and Rohit sharma

আমরা আপনাকে বলি, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার হার স্বীকার করতে হয়েছিল বিরাট বাহিনীকে। এইবারও দলের প্রস্তুতি নিয়ে তিনি খুশি। এবারের টুর্নামেন্টের ভারত-পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ২৩শে অক্টোবর। এই মেগা ইভেন্টে রোহিত বাহিনীকে হারিয়ে তাদের অভিযান শুরু করতে চান।