ধোনির ছয়টা কিছুই না, এই খেলোয়াড়কে বিশ্বকাপ জয়ের আসল নায়ক বললেন গৌতম গম্ভীর

২ ই এপ্রিল ২০১১, এই দিনটি কোন ভারতীয়ই ভুলতে পারবে না। কারণ এই দিনই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত (India)। বিশ্বকাপের ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপ জিতেছিল ভারত।

এই বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শেষ বলে বড় ছয় মেরে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল ধোনি। তারপর থেকে ধোনিকেই বিশ্বকাপ জয়ের আসল নায়ক মনে করা হয়। কিন্তু সম্প্রতি ভারতের প্রাপ্তন ওপেনার গৌতম গম্ভীর দাবি করেন ধোনি নয় বরং বিশ্বকাপ জয়ের আসল নায়ক অন্য কেউ।

গৌতম গম্ভীরের মতে ভারতের বিশ্বকাপ জয়ের আসল হিরো জাহির খান। সেই বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন জাহির খান। সেই সঙ্গে ফাইনাল ম্যাচেও বল হাতে দারুন পারফরম্যান্স করেছিলেন তিনি।

২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের কাছে জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট সেট করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীরের ৯৭ রান এবং ধোনির অপরাজিত ৯১ রানে ভর করে ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। এই ম্যাচে ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল ধোনি।

ধোনির সেই ছক্কা আজও মনে রয়েছে আপামর ভারতবাসীর। সেই কারণে ধোনিকেই বিশ্বকাপ জয়ের নায়ক মনে করা হয়। তবে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। এইদিন গম্ভীর বলেন, “সবাই ধোনিকে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেয় কিন্তু ভুলে গেলে চলবে না এই পুরো টুর্নামেন্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন জাহির খান। ফাইনালে শ্রীলঙ্কাকে ২৭৪ রানে আটকে দেওয়ার পিছনে জাহির খানের অবদান রয়েছে। ওই বিশ্বকাপ জয়ের আসল নায়ক।”