ঝাল মাংস, নোংরা হোটেল! অস্ট্রেলিয়ার চূড়ান্ত হেনস্থা করা হল বিরাট-রোহিতদের, লজ্জিত ICC

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 world cup) খেলতে বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Indian cricket team)। ইতিমধ্যেই বিশ্বকাপ শুরু হয়েছে। ভারত তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। তবে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় নানা ভাবে হেনস্থার শিকার হচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team)।

খারাপ খাবার থেকে শুরু করে নিম্নমানের হোটেল ভারতীয় দলের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 world cup) শুরু হওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল ভারতের। সেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ব্রিসবেনে যায় ভারত। সেখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল ভারতের। জানা গিয়েছে সেখানে অত্যন্ত নিম্নমানের হোটেলে রাখা হয়েছিল ভারতীয় দলকে। বিশ্বকাপ খেলা একটা দলের জন্য যে উন্নত প্রযুক্তির হোটেলের ব্যবস্থা করা থাকে সেখানে সেটা ছিল না। স্বাভাবিক ভাবেই আয়োজকদের ব্যবহারে ক্ষুব্ধ ভারতীয় দল (Indian cricket team)।

বিশ্বকাপ খেলা দলকে সাধারণত যে হোটেলে রাখা হয় সেখানে উন্নত মানের জিম, সুন্দর সুইমিংপুল সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা থাকে। কিন্তু ভারতীয় দলকে ব্রিসবেনে যে হোটেলে রাখা হয়েছিল জিম সুইমিং পুল থাকলেও তা ব্যবহারের যোগ্য ছিল না। এছাড়াও হোটেলের ঘর গুলি ছিল অত্যন্ত ছোট। এই নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এছাড়াও মঙ্গলবার অনুশীলনের পর ভারতীয় দল যখন সিডনি স্টেডিয়ামে মধ্যাহ্নভোজ খেতে যায় সেই সময় দেখে স্টেডিয়ামের মধ্যে আয়োজিত মধ্যাহ্ন ভোজের মান অত্যন্ত খারাপ। দলের কয়েকজন মাংস মুখে নিতেই দেখে তা অতিরিক্ত ঝাল। এছাড়াও স্যান্ডউইচ ক্রিকেটারদের নিজেদেরকে বানিয়ে নিতে বলা হয়। দীর্ঘক্ষণ অনুশীলনে খাটাখাটি করার পর স্যান্ডউইচ বানিয়ে খাওয়ার মত অবস্থায় ছিলেন না ক্রিকেটাররা। এছাড়া খাবারের মান খারাপ হাওয়ায় সেখানে খাবার না খেয়ে হোটেলে ফিরে এসে মধ্যাহ্ন ভোজ করেন ভারতীয় দল।

অস্ট্রেলিয়া পৌঁছে ভারতীয় দলের সঙ্গে যে ব্যবহার করা উচিত যাতে অত্যন্ত ক্ষুব্ধ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে তারা অভিযোগ জানিয়েছেন।