কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বুধবার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা (Argentina) এবং পোল্যান্ড (Poland)। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় নক আউট পর্বে উড়তে হলে এই ম্যাচ জিততেই হতো আর্জেন্টিনা কে। গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ ব্যবধানে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-য় পৌঁছে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা (Argentina)।
#SelecciónMayor El plantel albiceleste 🇦🇷 volverá a entrenarse, este jueves (horario a confirmar), en la Universidad de Qatar.
La actividad será cerrada a los medios de comunicación 📺📻💻. pic.twitter.com/LvwC3QG51O
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) November 30, 2022
এই ম্যাচে দুর্দান্ত ফুটবল খেললেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি (Leo Messi)। যদিও তিনি প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করেন, তবে পুরো সময় জুড়ে মাঠে দুর্দান্ত ফুটবল খেলে পেনাল্টি মিস পুষিয়ে দেন মেসি (Leo Messi)। এইদিন ম্যাচ শুরুর কয়েক মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নেন মেসি। তবে সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। এইদিন মেসি গোল না পেলেও পুরো মাঠ জুড়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি।
এইদিন ম্যাচের শুরুতেই কর্নার পেয়ে যায় আর্জেন্টিনা। ডি মারিয়া কর্নার থেকে দুর্দান্ত শর্ট করেন। তবে সেই শট ক্লিয়ার করে দেন পোল্যান্ড ডিফেন্ডাররা। ফের ডি মারিয়ার পায়ে বল চলে আসে। গোলের জন্য জোরালো শর্ট করেন তিনি, তবে সেই শট বাইরে চলে যায়।
তারপরই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে পোল্যান্ড। আর্জেন্টিনার একের পর এক আক্রমণের কারণে প্রথম আর্ধের কিছুটা সময় বাদ দিলে বাকি সময়টা রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলতে থাকে পোল্যান্ড। পোল্যান্ডের বেশিরভাগ ফুটবলার নিজেদের অর্ধেই খেলছিলেন। গোল করার জন্য সামনে ছিলেন শুধুমাত্র লেয়নডস্কি। সতীর্থরা বারবার তাকে পাস দিলেও একার পক্ষে আর্জেন্টিনার ডিফেন্স ভেদ করে গোল করা তার পক্ষে সম্ভব হয়নি।
🕷 Que pique, que pique, que no deje de picar 🎶 pic.twitter.com/ft8Bn4EBKC
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) November 30, 2022
শুরু থেকে একের পর এক গোলের সুযোগ পেলেও কিছুতেই গোল করতে পারছিল না আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৬৭ মিনিটের মাথায় ফের গোল করে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান জুলিয়ান আলভারেস। তারপর আর কোন দলই গোল করতে পারেনি। ম্যাচ শেষ হয় আর্জেন্টিনা দুই পোল্যান্ড শূন্য ফলাফলে। আর এই ম্যাচ জিতে বিশ্বকাপের নকআউট পর্বে চলে গেল আর্জেন্টিনা।