আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই কাতারের (Qatar) মাটিতে শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ। এবারের ফুটবল বিশ্বকাপের (Football World Cup) আসর বসতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে সারা কাতার সেজে উঠেছে এক অনন্য সাজে। আগামী ২০ ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ (Football World Cup)।
এবারে যে কাতারে বিশ্বকাপের আসর বসতে চলেছে সেটা ঠিক হয়ে গিয়েছিল আজ থেকে চার বছর আগেই। আর সেই কারণে এই সময়টা কাজে লাগিয়ে কাতার ফুটবল (Qatar Football) ফেডারেশন নিজেদের স্টেডিয়াম গুলিকে সাজিয়ে তুলেছে বিশ্বমানের সাজে। এবার কাতারের মোট পাঁচটি শহরের আটটি স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ম্যাচ গুলি আয়োজিত হবে। বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের স্টেডিয়ামে গুলিকে খুব ভালোভাবে তৈরি করা হয়েছে তবে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে দোহা বন্দরের নিকটবর্তী ও পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত “স্টেডিয়াম ৯৭৪।” (Stadium 974)
এই স্টেডিয়াম টি বিশেষত্ব হল স্টেডিয়ামটি ‘ট্রান্সপোর্টেবল ফুটবল স্টেডিয়াম’। অর্থাৎ স্টেডিয়াম টি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আর সেই কারণেই এই স্টেডিয়ামটিকে নিয়ে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে ফিফার তরফেও।
এই স্টেডিয়ামটিতে এবারের বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বিশ্বকাপের পর যদি প্রয়োজন পড়ে তাহলে এই স্টেডিয়ামটি পার্টে পার্টে খুলে নিয়ে অন্য কোন দেশে বা অন্য কোন জায়গায় নিয়ে গিয়ে আবার নতুন করে স্টেডিয়ামটি তৈরি করে দেওয়া যাবে। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে জাহাজের কনটেনার দিয়ে। স্টেডিয়ামের আসন সংখ্যা ৪০ হাজারের থেকে কিছু বেশি।
ইতিমধ্যেই ২০২১-এ ফিফা আরব কাপ এর ম্যাচ দিয়ে স্টেডিয়ামের উদ্বোধন হয়ে গিয়েছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে বিশ্বকাপের শেষ পর্যন্ত মোট সাতটি ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে খেলবে ব্রাজিল, পর্তুগাল আর্জেন্টিনার মতো ফুটবলের প্রথম শ্রেণীর দেশ গুলি। অর্থাৎ এই স্টেডিয়ামে খেলতে দেখা যাবে রোনাল্ডো, নেইমার, মেসিদের।