এই মুহূর্তে চলছে ভারত (India) এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই প্রথম টেস্ট ম্যাচে খেলতে নেমেছে ভারত (India) এবং বাংলাদেশ (Bangladesh)। এই টেস্ট ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসেই ৪০৪ রান তোলে ভারত। জবাবে ব্যাটিং করতে নেমে ১৫৫ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
𝙎𝙞𝙧𝙖𝙟 𝙝𝙖𝙨 𝙩𝙝𝙚 𝙡𝙖𝙨𝙩 𝙡𝙖𝙪𝙜𝙝
The speedster was difficult to contain as he rattled @LittonOfficial's stumps, eventually picking up 3 before the end of Day 2 🤩🔥
Rate @mdsirajofficial's bowling effort from 1️⃣-1️⃣0️⃣?#BANvIND #SonySportsNetwork #MohammedSiraj pic.twitter.com/kdEt38w0ls
— Sony Sports Network (@SonySportsNetwk) December 15, 2022
আর এই টেস্টের দ্বিতীয় দিনে মাঠের মধ্যে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। মাঠের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়লেন ভারতের পেশ বোলার মহম্মদ সিরাজ (Mahammad Siraj) এবং বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস (Liton Das)।
মাঠের মধ্যেই দুই ক্রিকেটারের মধ্যে প্রবল বাদানুবাদ শুরু হয়ে যায়। তবে এই ঝামেলা বেশি দূর গড়াতে দেয়নি আম্পায়াররা। দুই ক্রিকেটারের মধ্যে ঝামেলা বাড়ার আগেই তাদেরকে থামার নির্দেশ দেন ফিল্ড আম্পায়াররা। যার কারণে বড়সড় ঝামেলার হাত থেকে রক্ষা পেল এই টেস্ট ম্যাচ।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১৪ তম ওভারে। একের পর এক উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চাপে পড়ে যায় সেই সময় বাংলাদেশের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লিটন দাস। ২৪ রানে ব্যাটিং করছিলেন তিনি। অপরদিকে বল করতে আসেন ভারতের মহম্মদ সিরাজ। এইদিন শুরু থেকে বেশ আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করছিলেন লিটন দাস। চারটি চার মেরে তিনি দ্রুত গতিতে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
সেই সময় বোলিং করতে আসেন মহম্মদ সিরাজ। সিরাজের প্রথম বলটি ডিফেন্স করেন লিটন দাস। আর তারপরেই লিটনের সামনে গিয়ে কিছু একটা বলে আসেন সিরাজ। লিটনও তার দিকে এগিয়ে এসে কানে হাত দেওয়ার ভঙ্গিমায় জানিয়ে দেন কিছু শুনতে পাইনি। ক্রমাগত দুই ক্রিকেটারের মধ্যে বাদানুবাদ শুরু হয়ে যায়। সেই সময় আম্পায়ার এসে দুই ক্রিকেটারকে শান্ত করে খেলা শুরু করেন। তবে তার পরের বলেই লিটন দাস কে বোল্ড করে দেন মহম্মদ সিরাজ। আর তারপর সিরাজকে দেখা যায় মুখে আঙুল দিয়ে চুপ করানোর ভঙ্গিতে উচ্ছ্বাস করতে।
𝙎𝙞𝙧𝙖𝙟 𝙝𝙖𝙨 𝙩𝙝𝙚 𝙡𝙖𝙨𝙩 𝙡𝙖𝙪𝙜𝙝
The speedster was difficult to contain as he rattled @LittonOfficial's stumps, eventually picking up 3 before the end of Day 2 🤩🔥
Rate @mdsirajofficial's bowling effort from 1️⃣-1️⃣0️⃣?#BANvIND #SonySportsNetwork #MohammedSiraj pic.twitter.com/kdEt38w0ls
— Sony Sports Network (@SonySportsNetwk) December 15, 2022
বাংলাদেশের প্রথম ইনিংসে তিনটি উইকেট নিয়ে তাদের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন মহম্মদ সিরাজ। ম্যাচ শেষে এই প্রসঙ্গে সিরাজ জানান, “কিছুই হয়নি। আমি ওকে বলছিলাম, ‘এটা টি-টোয়েন্টি ফরম্যাট নয়, টেস্ট ক্রিকেট। তাই সামলে খেলো।”