প্রথম দেশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপের (ODI World Cup) জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়নরা বিশ্বকাপ শুরু হওয়ার দেড় মাস আগেই তাদের ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে দিল। অ্যাশেজ সিরিজ শেষ হওয়ার পরই জল্পনা শুরু হয়েছিল অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরতে পারেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। অবশেষে সেই জল্পনা সত্যি হল। বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরলেন বেন স্টোকস।
বেন স্টোকস দলে ফেরায় বাদ পড়লেন দলের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক। যিনি দীর্ঘদিন ধরে ইংল্যান্ড ওয়ান ডে দলের ব্যাটিং লাইন আপে ভরসা জোগাচ্ছিলেন তিনি বিশ্বকাপের আগে হঠাৎ করেই দল থেকে বাদ পড়লেন।
এছাড়াও দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চার। জানা গিয়েছে জোফ্রা আর্চার চোট সারিয়ে এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি। আর সেই কারণে বিশ্বকাপের প্রাথমিক দলে তাকে রাখা হয়নি।
তবে বিশ্বকাপের দলে রাখা না হলেও জোফ্রা আর্চার ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে ভারতে আসবে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা।
ইংল্যান্ডের নির্বাচক প্রধান লুক রাইট বলেছেন, ‘‘সকলেই জানেন বিশ্বকাপের দলে আর্চারকে পেতে মুখিয়ে রয়েছি আমরা। সুস্থ থাকলে ওর দলে থাকা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু চোট সারিয়ে এখনও ফিট হতে পারেনি আর্চার। আমরা ওকে ভারতে রিজার্ভ সদস্য হিসাবে নিয়ে যাব। চেষ্টা করা হবে ওকে মূল দলে যুক্ত করার।’’
ইংল্যান্ডের প্রাথমিক দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলে, ডেভিড উইলি, মার্ক উড এবং ক্রিস ওকস।