বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড, অবসর ভেঙ্গে দলে ফিরলেন তারকা, বাদ পড়লেন একাধিক তরুণ

বিশ্বকাপ শুরু হতে আর দু মাসের কম সময় বাকি রয়েছে। আগামী ৫ ই অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। এবার বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডই প্রথম দেশ যারা বিশ্বকাপের দল ঘোষণা করে দিল।

Ben Stokes

বুধবার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আগামী মাসেই ইংল্যান্ড ক্রিকেট দল চার ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। সেই সিরিজেও এই দলটিকে খেলানো হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা।

প্রত্যাশা মতই বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। এছাড়াও অবসর ভেঙে বিশ্বকাপের দলে কামব্যাক করলেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। প্রাথমিক দলে রাখা হয়নি তরুণ ব্যাটার হ্যারি ব্রুককে। বাদ পড়েছেন তারকা জোরে বোলার জোফ্রা আর্চারও। চোট সারিয়ে এখনও ফিট হতে পারেননি আর্চার। তাই তাঁকে রাখা হয়নি দলে। তবে আর্চারকে বিশ্বকাপের সময় দলের সঙ্গে ভারতে নিয়ে আসা হবে রিজার্ভ সদস্য হিসাবে। প্রতিযোগিতা চলাকালীন কেউ চোট পেলে এবং আর্চার খেলার মতো অবস্থায় চলে এলে তাঁকে মূল দলে যুক্ত করা হবে।

প্রধান নির্বাচক রাইট বলেছেন, ” যেহেতু বিশ্বকাপের দলে ১৫ জনের বেশি ক্রিকেটার রাখা যাবে না তাই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করতে হয়েছে। আমরা এই দল নিয়েই এগোতে চাই এবং বিশ্বকাপে খেলতে চাই। তবে কিছু কিছু ক্রিকেটারকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

Jofra Archar

এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ডের প্রাথমিক দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলে, ডেভিড উইলি, মার্ক উড এবং ক্রিস ওকস।