টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মেগা ফাইনাল ম্যাচে পাকিস্তানকে 5 উইকেট হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে ইংল্যান্ড (England)। এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। সেই সঙ্গে প্রথম দল হিসাবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হয়ে উঠল ইংল্যান্ড (England)। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই ইংল্যান্ড দল নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে ওঠে বিশ্বকাপ জিতে নিয়েছে ইংল্যান্ড (England)। সেই সঙ্গে ইংল্যান্ড অন্যান্য দল গুলির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি ভাবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে হয়। সেমিফাইনাল ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল এবারের বিশ্বকাপের সব থেকে শক্তিশালী ব্যাটিং দল ভারতের এবং ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী বোলিং ইউনিট পাকিস্তানে। আর এই দুটি দলকেই তারা সঠিক পরিকল্পনার মাধ্যমে পরাস্ত করেছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের এই তিনটি বিশেষ গুণ তাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে বলে মনে করা হচ্ছে:-
১) শক্তিশালী ওপেনার:- এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে দুই ওপেনার দুর্দান্ত ব্যাটিং করেছেন। প্রায় প্রত্যেক ম্যাচেই পাওয়ার প্লে-তে 60 থেকে 70 রান তুলে নিচ্ছেলেন ইংল্যান্ডের দুই ওপেনার এলেক্স হেলস এবং জস বাটলার।
২) একাধিক বোলিং বিকল্প:- এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দলে একাধিক বোলিং বিকল্প ছিল। ইংল্যান্ড দলে প্রায় সাতজন বোলার ছিল যারা প্রত্যেকেই দুর্দান্ত বোলার। যার ফলে অধিনায়ক জস বাটলারের ম্যাচ পরিচালনা করতে সুবিধা হচ্ছিল। কোন বোলারের এক দু ওভার খারাপ হলে অন্য বোলার দিয়ে বল করাচ্ছিলেন জস বাটলার।
৩) একাধিক অলরাউন্ডার:- এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দলে একাধিক অলরাউন্ডার ছিল। জস বাটলার থেকে শুরু করে আদিল রশিদ সবাই ব্যাটিং করতে পারে। ইংল্যান্ড দলে বেন স্টোকস, স্যাম কুরান, মঈন আলীর মতো বিশ্বমানের অলরাউন্ডার ছিল। এরাই বিশ্বকাপে অন্য দলের থেকে ইংল্যান্ড কে এগিয়ে রেখেছিল।