আজ ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান, দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ

আজ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড (England) এবং পাকিস্তান (Pakistan)। সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অপরদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।

আজকের ফাইনাল ম্যাচ খেলা ইংল্যান্ড (England) এবং পাকিস্তান (Pakistan) টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল। দুই দলেই একাধিক বিশ্বমানের ক্রিকেটার রয়েছেন যারা যে কোন মুহূর্তে ম্যাচের ফলাফল বদলে দিতে পারেন। স্বাভাবিকভাবে বলাই যায় আজকের ম্যাচ হতে চলেছে বেশ হাড্ডা হাড্ডি।

আজকের ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ম্যাচ শুরু হওয়ার পরে বেশ কিছু বার বৃষ্টি এসে ব্যাঘাত ঘটাতে পারে। আর সেই কারণে বৃষ্টির কথা মাথায় রেখে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য আলাদা করে রিজার্ভ ডে রেখেছে আইসিসি অর্থাৎ কোন কারণে আজকে বৃষ্টির জন্য যদি বিশ্বকাপ ফাইনাল না হয় তাহলে এই ম্যাচটি আগামীকাল পুনরায় অনুষ্ঠিত হবে।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ফাইনাল ম্যাচে কেমন হতে চলেছে দুই দলের সম্ভাব্য একাদশ:-
পাকিস্তান:- মহম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), বাবর আজম (অধিনায়ক), মহম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ইংল্যান্ড:- জস বাটলার (উইকেট রক্ষক ও অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।