মেলবর্নে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন (T-20 Worldcup 2022 Champions) হলো ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় বাবর আজমদের। ইনিংসের শুরু থেকেই পাকিস্তানকে নরবরে লাগছিল। একের পর এক পাকিস্তানি ব্যাটসম্যান ইংল্যান্ড বোলার এর কাছে পরাস্ত। তারা প্রথমে ব্যাট করে ২০ ওভারের বিনিময়ে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তোলেন। জবাবে ব্যাট করতে নেবে ইংল্যান্ড ১৯ ওভারেই তাঁদের লক্ষ্যে পৌঁছে যায়। শেষমেষ ৫ উইকেটে জয়লাভ করে বাটলার বাহিনী।
ঠিক আজ থেকে ৩০ বছর আগের বদলা নিলো ইংল্যান্ড। ১৯৯২ সালে এই অস্ট্রেলিয়ার মাটিতেই মেলবর্নে ইমরান খানের নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। কিন্তু এবারের ফাইনালে (T-20 Worldcup 2022 final) সেই কীর্তি দেখাতে পারল না বাবর আজম।
এই ম্যাচে (England vs Pakistan) টস হেরে প্রথমে ব্যাট করতে যেতে হয় পাকিস্তানকে। শুরু থেকে ইংল্যান্ডের বোলিং আক্রমণের কাছে পরাস্ত হয়ে পাকিস্তানি ব্যাটসম্যান। ইংল্যান্ডের দলের জন্য যেটা দরকার ছিল শুরুতেই শ্যাম কারেন সেটা করে ফেলেন। মোহাম্মদ রিজওয়ানকে ৫ ওভারের মাথায় মাত্র ১৫ রানে ফেরান। এরপর তিন নম্বরে মোহাম্মদ হ্যারিস ভালো খেলার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। মাত্র ৮ রান করে তিনিও ফিরে যান সাজঘরে। এরপর বাবর আজম ও সান মাসুদ জুটি বাঁধার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারলো না ২২ গজে। বাবর মাত্র ৩২ রান করেই আদিল রাশিদের গুগলিতে ফিরে যান প্যাভিলিয়ন। তারপরের ওভারেই ইফতেখার আহমেদ শূন্য রানে ফিরে যান। এমন অবস্থায় পাকিস্তান ৪ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েন।
এরপর শান মাসুদ দলকে টানার চেষ্টা করলেও তিনিও ৩৮ রান করে আউট হন। এরপর অলরাউন্ডার শাদাব খান এসে ২০ রানের ইনিংস খেলেন। শেষমেষ পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলেন।
এদিকে ইংল্যান্ডের বল হাতে ছন্দে ছিলেন স্যাম কারণ। স্যাম কারণ চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। আদিল রশিদ ও ক্রিস জর্ডানও ২ টি করে উইকেট নেন।
জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে গত মাছের নায়ক অ্যালেক্স হেলস মাত্র ১ রান করেই আউট হন। এই দিন পাকিস্তানি বলাররাও ছন্দে ছিলেন। পাওয়ার-প্লেতেই অ্যালেক্স হেলস, জস বাটলার এবং ফিলিপ সল্ট তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শুরুতেই ইংল্যান্ড একটু চাপের মুখে পড়লেও বাকি কাজটা সহজ করে দেন বেন স্টোক। যখন একটা সময় রানের চাপ বেড়ে যাচ্ছিল তখন স্টোক নিজের খেলা শুরু করেন। শেষমেশ বেন স্ট্রোকের ৫২ রানের ইনিংসের উপর ভর করে ১৯ ওভারেই ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেই ইংল্যান্ড। ম্যাচের নায়ক স্যাম কারণ।