বৃহস্পতিবার কোচিতে বসেছিল আইপিএলের (IPL) মিনি নিলাম। আর এই মিনি নিলামে যে সমস্ত ক্রিকেটারদের দাম সবথেকে বেশি ওরা সম্ভাবনা ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান হ্যারি ব্রুক (Harry Brook)। নিলামের আগেই হ্যারি ব্রুকের দাম আকাশ ছোঁয়া হওয়ার সম্ভবনা দেখছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত সেটাই হল মাত্র দেড় কোটি টাকা বেশ প্রাইজ রাখলেও হ্যারি ব্রুকের দাম উঠলো ১৩.২৫ কোটি টাকা।
এইদিন হ্যারি ব্রুকের (Harry Brook) নাম নিলামে উঠতেই তাকে নেওয়ার জন্য বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়। তবে সব ফ্রাঞ্চাইজির কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকার কারণে বেশি দূর পর্যন্ত এগোতে পারেনি অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলি। তবে শেষ পর্যন্ত হ্যারি ব্রুকের জন্য লড়াই চলে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে।
হ্যারি ব্রুককে দলে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে চলে জোরালো লড়াই। এই লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করল সানরাইজার্স হায়দরাবাদ। তবে ১৩ কোটি পর্যন্ড বিড করে হাল ছেড়ে দেয় রাজস্থান। ১৩.২৫ কোটিতে তাঁকে দলে নেয় হায়দরাবাদ।
কয়েকদিন আগে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয়েছে এই ডানহাতি তরুন ব্যাটসম্যানের। তারপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন হ্যারি ব্রুক। সম্প্রতি হ্যারি ব্রুক পাকিস্তানের বিরুদ্ধে ৩টি টেস্টে ৩টি শতরান করেছেন।
https://www.facebook.com/403725913031209/posts/pfbid02J1Ejbrv5HFojBnFf2zQxwj5K7qukKvqxCZsuyjUivSSFkEGGUofBzQ2R3zMDgmbtl/?app=fbl
নিলামে এত বিরাট পরিমাণ অর্থ পাওয়ার পর হ্যারি ব্রুক জানিয়েছেন, ‘আমি কথা হারিয়ে ফেলেছিলাম। আমি তখন মা এবং ঠাকুমার সঙ্গে নৈশভোজ করছিলাম। যখন হায়দ্রাবাদ আমাকে নিল, তখন ওরা কেঁদে ফেলেছিল।’