স্যাম করণ নয়, এই খেলোয়াড়কে T20 বিশ্বকাপ জয়ের আসল নায়ক বললেন ইয়ন মর্গ্যান

২০১০ সালে সারা বিশ্বকে অবাক করে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জিতে নিয়েছিল ইংল্যান্ড (England)। ২০১০ সালের পর ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড (England)। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বর্তমানে ইংল্যান্ড দল নিজেদের সেরা সেরা প্রমাণ করে দিল। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড (England)।

https://www.instagram.com/p/Ck5lIDgOhhc/?igshid=YmMyMTA2M2Y=

বর্তমানে সাদা বলের ক্রিকেটে যে ইংল্যান্ড দল রাজ করছে তা বলায় বাহুল্য। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বর্তমানে দুটি ফরমেটেই চ্যাম্পিয়ন হয়ে উঠল ইংল্যান্ড। ২০১৯ সালে তৎকালীন অধিনায়ক ইয়ন মরগানের (Eoin Morgen) হাত ধরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতে নিয়েছিল ইংল্যান্ড। আর এই দিন ইংল্যান্ড টি২০ বিশ্বকাপ জেতার পর গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ইয়ন মরগান।

এবার ইংল্যান্ডের বিশ্বকাপ জয় পেছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার স্যাম করণ। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি, টুর্নামেন্টের সেরাও হয়েছেন। তবে ইয়ন মরগ্যানের মতে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পেছনে স্যাম করণ নয় বরং অন্য ক্রিকেটারের অবদান সব থেকে বেশি।

রবিবার পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের টার্গেট চেস করতে নেমে শুরুটা ভালো করলেও একটা সময় পরপর উইকেট হারিয়ে যাবে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেই সময় ইংল্যান্ডের প্রয়োজন ছিল ছ ওভারে পঞ্চাশ রান। তখনই ব্যাট হাতে জ্বলে উঠলেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ড কে বিশ্বকাপ জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।

https://www.instagram.com/p/Ck5lnukOGX7/?igshid=YmMyMTA2M2Y=

এই প্রসঙ্গ টেনে বিশ্বকাপ জয় প্রসঙ্গে মরগ্যান বলেছেন, ” বেন স্টক একজন বিশেষ খেলোয়াড় ও বড় ম্যাচের খেলোয়াড়। বড় ম্যাচে চাপের মুখে কিভাবে মাথা ঠান্ডা রেখে ভালো ক্রিকেট খেলে ম্যাচ বের করতে হয় সেটা ও ভালোভাবেই জানে। দেশের যখন সব থেকে বেশি ওকে প্রয়োজন হয় সেই সময় ও পারফরম্যান্স করে দেশকে ম্যাচ জেতায়। এর আগেও ২০১৯ বিশ্বকাপে এই একই কাজ করেছিল। ২০২২ বিশ্বকাপের ফাইনালেও এই একই কাজ করে দেখালো।”