সেঞ্চুরি হাতছাড়া হলেও ব্যাট হাতে ধোনির রেকর্ড ভেঙ্গে দিলেন ঋষভ পন্থ, গড়লেন নতুন ইতিহাস

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে ভারত (India) এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ইনিংসে ২২৭ রান তুলে বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে যাবে পড়ে যায় ভারত (India)।

এই ম্যাচে ফর্মে থাকা চেতেশ্বর পুজারা ২৪ রান করে আউট হয়ে যায়। সেই সময় ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৭২ রান। সেই কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলে ভারতের রান এগিয়ে নিয়ে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

টেস্ট ক্রিকেট হোক কিংবা ওয়ানডে ক্রিকেট নিজের মতোই ব্যাটিং করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দ্রুত গতিতে ব্যাটিং করে ক্রিকেটের দীর্ঘতম ফরমেটে ব্যাটিং করার সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এইদিনও তার অন্যথা হল না। ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশী বোলার দের ছন্দ নষ্ট করে দিলেন ঋষভ পন্থ।

এই ম্যাচে ব্যাটিং করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজ ব্যাটিং করছিলেন ঋষভ পন্থ। মাত্র ৪৯ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন পন্থ। সেই সঙ্গে পন্থ ভেঙ্গে দিলেন ধোনির ১৫ বছরের অক্ষত রেকর্ড।

এতদিন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির নামে। ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ৫০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ধোনি। এইদিন ৪৯ বলে হাফ সেঞ্চুরি করে ধোনির রেকর্ড ভেঙ্গে দিলেন ঋষভ পন্থ।