আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। তারপরেই ফুটবল প্রেমীদের জন্য আসতে চলেছে সন্ধ্যার বিনোদন। শুরু হতে চলেছে ফিফা ২০২২ কাতার বিশ্বকাপ (Fifa 2022 Qatar Worldcup)। ৪ বছর পর আবার ফুটবলের সেরা হওয়ার লড়াইয়ে নামবে ৩২ টি দেশ। আগামী ২০ শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ।
এইবারের ফুটবল বিশ্বকাপ (Football Worldcup) কবে, কখন ও কোথায় হতে চলেছে:-
এবারে ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ শে নভেম্বর এবং এর ফাইনাল ম্যাচটি হবে ১৮ই ডিসেম্বর। ২০২২ এর ফুটবল বিশ্বকাপ মোট ৩২ টি দেশকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। যার মধ্যে ৮টি গ্রুপে ৪ টি করে দল ভাগ করা হয়েছে।
৮ গ্রুপ এবং ৪ টি করে দল:-
গ্রুপ ১:- কাতার, নেদারল্যান্ডস, ইকুয়েডর, সেনেগাল
গ্রুপ ২:- ইরান, ইংল্যান্ড, ওয়েলস ও যুক্তরাষ্ট্র
গ্রুপ ৩:- আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব
গ্রুপ ৪:- ফ্রান্স, অস্ট্রেলিয়া, তিউনিসিয়া ও ডেনমার্ক
গ্রুপ ৫:- জার্মানি, স্পেন, জাপান ও কোস্টারিকা
গ্রুপ ৬:- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা ও মরক্ক
গ্রুপ ৭:- ব্রাজিল, সুইজারল্যান্ড, ক্যামেরুন ও সার্বিয়া
গ্রুপ ৮:- পর্তুগাল, উরুগুয়ে, ঘানা ও কোরিয়া প্রজাতন্ত্র
কবে হবে গ্রুপ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল:-
• ২০ নভেম্বর থেকে ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত গুরু ম্যাচ অনুষ্ঠিত হবে।
• তারপর গ্রুপ ম্যাচ থেকে ওটা ১৬ টি দলের খেলা হবে ৩ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত।
• এরপর কোয়াটার ফাইনাল হবে ৯ ও ১০ ডিসেম্বর।
• তারপর কোয়াটার ফাইনাল থেকে ওটা চারটি দলের মধ্যে সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর।
• বিশ্বকাপের তৃতীয় দল নির্ধারিত হবে ১৭ই ডিসেম্বর।
• তারপর চূড়ান্ত পর্যায়ের খেলা অর্থাৎ ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ই ডিসেম্বর।
ভারতীয়রা কোন চ্যানেলে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে পাবেন:-
ভারতীয় ফুটবল প্রেমিরা টিভি চ্যানেল স্পোর্টস ১৮-তে ফিফা বিশ্বকাপ 2022-এর সব ম্যাচ লাইভ দেখতে পাবেন। এছাড়া আপনি Jio Cinema-এ লাইভ দেখতে পাবেন। ভারতে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি শুরু হবে রাত ৮.৩০, ৯.৩০, দুপুর ১২.৩০, বিকাল ৩.৩০ এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে:-
ব্রাজিল – ৫ বার
জার্মানি – ৪ বার
ইতালি – ৪ বার
আর্জেন্টিনা – ২ বার
ফ্রান্স – ২ বার
উরুগুয়ে – ২ বার
ইংল্যান্ড ও স্পেন – ১ বার করে