FIFA Worldcup Final: মেসি না এমবাপ্পে কে হবে গোল্ডেন বুটের দাবিদার? উভয়ের গোল সমান হলে কি নিয়মে পাবেন এই পুরস্কার জানুন

আজ কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালের (FIFA Worldcup 2022 Final) মুখোমুখি ফ্রান্স ও আর্জেন্টিনা (Argentina Vs France Final)। এই ফাইনাল ম্যাচে লড়াইয়ের জন্য দুই দেশের তারকা মুখিয়ে আছে। এই মহা মঞ্চে ফ্রান্সের তরুণ খেলোয়াড় কাইলিয়ন এমবাপ্পে (Kylian Mbappe) এবং আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির (Leonel Messi) দুর্দান্ত লড়াই দেখা যাবে। ফাইনালের আগে পর্যন্ত মেসি ও এমবাপ্পের গোলের সংখ্যা ৫-৫, দুজনেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন ভক্তদের মধ্যে একটা প্রশ্ন জোড়ালো হয়েছে গোল্ডেন বুট কার দখলে যাবে?

Messi vs Mbappe

জানিয়ে দি, লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই অন্তিম পর্যায়ের লড়াই। এদিকে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা এবং মরক্কোকে হারিয়ে ফাইনালে ফাইনালে ফ্রান্স। গতবারের চ্যাম্পিয়ন দল ফ্রান্স তৃতীয়বারের মত শিরোপা হাত বসাতে চাইবে। অন্যদিকে, দীর্ঘ ৩৬ বছর শিরোপা থেকে দূরে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে চাইবে। এককথায়, দুই দেশই এখন শিরোপা জেতার লক্ষ্যে।

দুর্দান্ত লড়াই হবে মেসি ও এমবাপ্পের:-

আমরা আপনাকে বলি, ফ্রান্সের তরুণ খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে এবং আর্জেন্টিনার অধিনায়ক লিওলেন মেসির মধ্যে একটি দুর্দান্ত লড়াই হতে চলেছে। এমবাপ্পের বয়স মাত্র ২৩ বছর, তিনি একজন ফ্রান্সের তরুণ খেলোয়াড়, বর্তমানে তার পারফরমেন্স অসাধারণ। একই সঙ্গে মেসি আর্জেন্টিনার একজন অভিজ্ঞ ফুটবলার, তার ফর্মও দুর্দান্ত।

গোল্ডেন বুট পাওয়ার নিয়ম:-

গোটা টুর্নামেন্ট জুড়ে যে খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করবে সেই গোল্ডেন বুটের দাবিদার। যদি উভয় খেলোয়াড়ের গোল সংখ্যা সমান হয়, তাহলে যে পেনাল্টিতে সবচেয়ে কম গোল করেছে সে এই বুটের গ্রহণ যোগ্য। যদি পেনাল্টি গোলও সমান হয়, তাহলে যে দলের অন্যান্য খেলোয়াড়দের গোল করতে বেশি সহয়তা করেছে সেই এই পুরস্কার পাবেন। যদি তাও সমান হয় তাহলে যে সবচেয়ে মাঠে কম সময় কাটিয়ে এতো গুলি নজির গড়বে সেই হবে গোল্ডেন বুটের আসল দাবিদার।

Mbappe

এখনো পর্যন্ত এমবাপ্পে এগিয়ে রয়েছে:-

যদি ফাইনাল ম্যাচে উভয় খেলোয়াড় কোন গোল না পায় তাহলে উপরের নিয়ম অনুযায়ী, এমবাপ্পে গোল্ডেন বুট গ্রহণযোগ্য। কারণ মেসি তার পাঁচটি গোলের তিনটি গোল করেছে পেনাল্টি কিকে। অন্যদিকে, এমবাপ্পে পাঁচটি গোলই করেছে আউটফিল্ড থেকে। যদি এমবাপ্পে তার লিড ধরে রাখে তাহলে গোল্ডেন বুট ছিনিয়ে নেওয়া তিনিই হবেন ফ্রান্সের প্রথম খেলোয়াড়।