শাহিদ আফ্রিদির সাথে গলা মিলিয়ে গৌতম গম্ভীরের নিন্দা করলেন ভারতীয় এই ক্রিকেটার, বললেন “কেউ পছন্দ করে না তাকে”

ভারত পাকিস্তানের ম্যাচ মানে এক উত্তেজনা পূর্ণ পরিস্থিতি। যেখানে শুধুমাত্র দুই দেশের প্লেয়াররা খেলে না। তার সাথে যুদ্ধ চলে দুই দেশের সমর্থকদের মধ্যেও । কিন্তু এখন পরিস্থিতি অনেকটা আলাদা। আজকাল ভারতীয় এবং পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক অনেকটাই নরম হয়ে গেছে। তারা মাঠে এবং মাঠের বাইরে ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই।

ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি খেলায় দুই দেশে প্লেয়ারদের মধ্যে খুব মিল দেখা যাচ্ছিল। যেখানে বিরাট কোহলি রোহিত শর্মাদের পাকিস্তানি প্লেয়ারদের সাথে অফ ফিল্ডেও হাসি মজা করতে দেখা গেছে। তবে ১০-১৫ বছর আগে এরকম পরিস্থিতি থাকতো না। তখন ভারত এবং পাকিস্তানের খেলা খুবই গম্ভীরের সাথে নেয়া হতো। সেই সময় দুই দেশের প্লেয়ারদের মধ্যে রেষারেষি হয়েছিল প্রচুর। তার মধ্যে সবথেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যেত গৌতম গাম্ভীর এবং শাহিদ আফ্রিদির মধ্য। যা হয়তো সকলের কাছে জানা।

২০০৭ সালের পাকিস্তানের সঙ্গে একটা ওডিআই ক্রিকেট খেলার সময় কানপুরের মাঠে গৌতম গম্ভীর এবং শাহিদ আফ্রিদি খুব সিরিয়াস তর্কে জড়িয়ে পড়ে। তারপর থেকেই তাদের সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। সেই বিষয়ের পথ থেকে আজও অব্দি এই দুই ক্রিকেটারের মধ্যে রাজনৈতিক এবং ক্রিকেট বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক করতে দেখা যায়।

 

সাম্প্রতিক পাকিস্তানের আর টিভি চ্যানেলের প্যানেলে অংশগ্রহণ করে শাহিদ আফ্রিদি। গৌতম গম্ভীর কে নিয়ে কথা উঠলে তিনি প্রসঙ্গে বলেন যে ভারতীয় ক্রিকেটারদের সাথে ঝগড়া হয়েছে খুবই কম। তবে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় আমার এবং গৌতম গাম্ভীর এর মধ্যে মাঝামাঝি তর্ক লেগে থাকে। এবং তিনি মনে করেন গৌতম গাম্ভীর এমন একটি চরিত্র যাকে ভারতীয় দলে কেউই পছন্দ করেন না।

 

https://twitter.com/biharshain/status/1563778871102967809?t=EskgEr9SKbcf_QT6hhj5Wg&s=19

এই টিভি চ্যানেলে ভারত থেকে অংশগ্রহণ করেছিলেন হরভজন সিং। তবে গাম্ভীর নিয়ে এইরকম মন্তব্য করার পর হরভজন সিং এর কোন প্রতিক্রিয়া না দিয়ে বরং আফ্রিদির কথায় হেসে ওঠে। আর এটি সোশ্যাল মিডিয়া প্রচুর ভাইরাল হয়। যার ফলে ভারতীয় ক্রিকেটের ফ্যানেরা হরভজন সিং এর উপর প্রচুর রেগে যায়। এবং এ বিষয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরা টুইট করে যে গৌতম গম্ভীর দেশের জন্য যা করেছেন তার জন্য পুরো ভারতবাসী তাকে ভালোবাসে। এখন অব্দি কিন্তু এই বিষয়ে হরভজন সিং এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।