ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজে বিশ্বরেকর্ড করার সামনে দাঁড়িয়ে ভারতের পাঁচ ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর আজ থেকে টি-টোয়েন্টি সিরিজে নামছে ভারত (India)। আজ ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত (India) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।

এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma)। এই সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মাঠে নামবে ভারতীয় দল। দলে রয়েছে একাধিক তরুণ ক্রিকেটার। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার রেকর্ড করতে চলেছেন।
এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ড গুলি:-

১) হার্দিক পান্ডিয়া:- আজকের ম্যাচে একটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এই ম্যাচে দুটি উইকেট নিতে পারলে টি২০ ক্রিকেটে ১৫০ টি উইকেটের মালিক হবেন হার্দিক। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার হাজার রানের পাশাপাশি ১৫০টি উইকেটের মালিক হবেন।

আরও পড়ুন:- অবশেষে সেওয়াগের বিকল্প খুঁজে পেল ভারত, একাই জেতাবেন বিশ্বকাপ

২) সঞ্জু স্যামসন:- আজকের ম্যাচে আর মাত্র ২১ রান করতে পারলেই টি-টোয়েন্টি ফরমেটে ৬০০০ রান পূর্ণ করে ফেলবেন ভারতের এই তরুণ ব্যাটসম্যান। ভারতের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডটি করবেন তিনি।

আরও পড়ুন:- এশিয়া কাপে দলে ফিরছেন না রাহুল-শ্রেয়স, বিশ্বকাপে কি হবে? মাথায় হাত টিম ইন্ডিয়ার

৩) যুজবেন্দ্র চহাল:- ওয়ানডে সিরিজে প্রথম একাদশে সুযোগ পাননি। তবে টি-টোয়েন্টি সিরিজে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই টি-টোয়েন্টি সিরিজে চাহাল যদি ন’টি উইকেট তুলে নিতে পারে তাহলে ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ টি উইকেটের মালিক হবেন চাহাল।

৪) কুলদীপ যাদব:- এই সিরিজে ন’টি উইকেট তুলতে পারলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ টি উইকেটের মালিক হবেন ভারতের এই তারকা বাঁহাতি স্পিনার। সেই সঙ্গে তার কাছে সুযোগ থাকছে দ্রুততম ৫০টি উইকেট নেওয়ার।

৫) অক্ষর প্যাটেল:- রবীন্দ্র জাদেজার পর ভারতের দ্বিতীয় বাঁ হাতি স্পিন অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০০ রানের মাইলফলক স্পর্শ করবেন অক্ষর প্যাটেল। তবে তাকে এই টি-টোয়েন্টি সিরিজে করতে হবে ৮০ রান।