টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ (T-20 World Cup 2022) শুরু হতে আর অর্ধ-মাস। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে, যা আগামী ১৬ই অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। হাতে গোনা মাত্র কয়েকটি দিন, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক দল নিজেদের প্রস্তুতিকরনে ব্যস্ত। ইতিমধ্যেই প্রত্যেক দলের শক্তিশালী স্কোয়ার্ড ঘোষণা হয়েছে এবং ঘোষিত স্কোয়ার্ড নিয়ে কমবেশি সমালোচনা লেগেই রয়েছে প্রত্যেক দলে।
এরই মধ্যে ভারত ক্রিকেট দলও (Indian Cricket Team) তাদের শক্তিশালী স্কোয়ার্ড (Team India 2022 Squared) ঘোষণা করেছে ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২’ এর জন্য। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ভারত দলে এমন কিছু খেলোয়াড় নির্বাচন করা হয়েছে যাদের কাছ থেকে এবারের বিশ্বকাপে অতটা ভরসা পাচ্ছে না। বরং তাদের জায়গায় অন্য কোন খেলোয়াড় সুযোগ পেলে হয়তো দলের বেশি লাভ হতো। আসলে এই ক্রিকেটারদের বর্তমান ফর্ম এমনটাই বলছে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। চলুন তার আগে জেনে নেওয়া যাক নির্বাচকদের কোন ত্রুটির কথা বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
১. ঋষভ পন্ত
এবারের বিশ্বকাপের জন্য নির্বাচনে ঋষভ পন্তকে রাখা ঠিক হয়নি বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। আসলে ঋষভ পন্তের বর্তমান ফর্ম মোটেও ভালো কাটছে না, ব্যাটে লেগেই আছে শনির দশা। আর এইবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়, আর অস্ট্রেলিয়ার মাটিতে ঋষভের রেকর্ড মোটেও ভালো না। তাই মনে করা হচ্ছে তার জায়গায় সঞ্জু স্যামসন সেরা বিকল্প। সঞ্জু স্যামসন বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাই ঋষভ পন্তকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে নির্বাচন করা বুদ্ধিমত্তার কাজ হতো বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
২. কেএল রাহুল
বর্তমানে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের সহ-অধিনায়ক হলেন কেএল রাহুল। তিনি চোটের কারণে প্রায় ৬ মাস দলের বাইরে ছিলেন। তিনি দলে পুনরাবর্তন করার পর এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজেও তিনি খেলছেন। তবে তিনি ব্যাটে কোন প্রভাব ফেলতে পারেনি। যখনই কোন বড় ম্যাচে তার ব্যাট থেকে রানের আশা করা হয় তখনই তিনি ছোট্ট ইনিংস খেলে ফিরে আসেন। যার ফলে শুরুর দিকে চাপে পড়তে হয় দলকে। এখন যদি তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ফর্মে থাকেন তাহলে দলে একটা ব্যাপক প্রভাব পড়বে। ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেছে তার জায়গায় দলে তরুণ কোন ওপেনারকে সুযোগ দিতে পারতো।
৩. রবিচন্দ্রন অশ্বিন
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অশ্বিন, চাহাল ও অক্ষর প্যাটেলের মতো স্পিনারদের জায়গা দিয়েছে দলে নির্বাচকরা। প্রথমেই বলে রাখি, অস্ট্রেলিয়ার পিচ হচ্ছে বাউন্সার পিচ। তাছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে অশ্বিনের রেকর্ড খুব একটা ভালো নেই। তাই অশ্বিনকে খেলানো মানে দলের একটি ঝুঁকিপূর্ণ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে অশ্বিনের জায়গায় তরুণ স্পিনার রবি বিষ্ণুই আরও বিপজ্জনক প্রমাণিত হত। রবি বিষ্ণুর পারফরমেন্সও খুব ভালো। তিনি মাত্র ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬ টি উইকেট নিয়েছেন।