এই ৩ টি বিশেষ কারণে সর্বদা রবিচন্দ্রন অশ্বিন হয়ে থাকবেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে ‘অল টাইম গ্রেট’

ক্রিকেট (Cricket) জগতের একজন অন্যতম খেলোয়র হলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বর্তমানে ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রথম ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট  আর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৭ উইকেট। যশস্বীর সাথে জুটি গড়ে কার্যত বিরোধী দলকে ঘোল খায়িয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে তাঁর সেরার সেরা হওয়ার পেছনে আছে বেশ কয়েকটি কারণ। জানুন সেগুলি কি-

আরো পড়ুনঃ এশিয়ান গেমসে মহিলা দলের টিম ঘোষণা বিসিসিআই-এর! দলের অধিনায়কত্ব পেলেন এই ক্রিকেট তারকা

প্রথমত, ব্যাটিং এর সাথে বোলিং দুটি ক্ষেত্রেই তিনি সমান ফর্ম বজায় রাখেন। বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিং এ অলরাউন্ডারদের তালিকাতেও রয়েছেন দুই নম্বরে। নিজের দেশ হোক বা বিদেশ তিনি সর্বদাই নিজের সর্বশেষ দিয়ে অস্বিত্বের লড়াই করে গেছেন। যদি ফিরে তাকানো ম্যাচের কথা বলা হয় তবে একাধিক ম্যাচে তিনি ব্যাটিং-এ নজির করেছেন। পাশাপাশি মাসকয়েক আগে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে তিনি শ্রেয়স আইয়ারের জুটি বেধে দারুণ ম্যাচ খেলেন।

Ravichandran Ashwin record

এমনকি টেস্টে ৯৩ ম্যাচে প্রায় ২৭ ব্যাটিং গড় সহ ৩১৪৯ রান করেন।  দ্বিতীয়ত, ঠান্ডা মাথায় তিনি বরাবরই নিজের টিমকে সুন্দরভাবে সামাল দিয়ে এসেছে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাই টিম ম্যানেজমেন্টের সঠিক জ্ঞ্যান থাকায় তিনি প্রতিটি ম্যাচই নিপুণভাবে খেলতে পারেন। যার একাধিক নমুনা আছে। গত বছরের টি-টোয়েন্টি ম্যাচেও তিনি টিম পারফরম্যান্সের সঠিক উদাহরণ রেখেছিলেন। তৃতীয়ত, ম্যাচে চিরকাল তিনি  নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। টেস্টে ৭ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেট বা তাঁর বেশী উইকেট নিয়েছেন।

আরো পড়ুনঃ সৌন্দর্যের দিক থেকে একাধিক বলিউড অভিনেত্রীকেও হার মানাবেন এই ৫ ক্রিকেটারদের স্ত্রী, দেখুন ছবি

ভারতের সেরা অফ স্পিনার হরভজন সিং কেও ছাপিয়ে গিয়ে তিনি সর্বকালের সেরা অফ স্পিনার হয়েছেন। অন্যদিকে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথায় আসি তাহলে সেই ম্যাচেও তিনি কম অবদান রাখেন নি। ম্যাচে ভারত ভালো পারফর্ম না করলেও, তিনি নিজের সব দিয়ে ভারতকে জেতানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন।